মনিরা সুলতানার সাহিত্যিক মন
বেয়ে নেমে আসা স্নিগ্ধ মুক্তার দানার
মত অনিবার ঝর্ণা, গড়িয়ে অবার
হৃদয়ের কোনে কোনে মুগ্ধতা ছড়ায়।
সারল্যে সে মন যেন অন্তহীন বন,
তরুতলে বয়ে চলা স্রোতের বিস্তার
কূলে কূলে বয়ে চলে ছড়ায় বিস্তর
উর্বর সাহিত্য পলি হৃদ কিনারায়।
পাঠক হারায় বনে দেখে মনে বিন্দু
শিশির নরম রোদে, পদ্মের কোমল
রূপে মহিত মনের উতরোল সিন্দু
উপচে পড়েই তোলে ঢেউ সুনির্মল,
গড়িয়ে সে ঢেউ স্পর্শে সোনা ঝরা মাটি
অনুরূপ মনিরার মনখানা খাঁটি।
বিঃদ্রঃ আজকাল কাকে নিয়ে কবিতা লেখা হলো আর কাকে নিয়ে কবিতা লেখা হলো না সেটা যেন মনে রাখতে পারছিনা।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩২