ছিড়ে গেলে, আমি রয়ে যাই পশ্চিমে!
দক্ষিণের হাওয়ায় আরো দূর কিছু
ভেসে গেলে পরে, বৃষ্টি জল-কণা
গায়ে ধরে রেখে, যায় সে পূবে;
পূবালী রোদে ডানা মেলে ধরে
আরো কিছু পথ অন্তরে হয় স্মৃতি;
উত্তরে এসে দ্বিধা-জ্বর স্রোতে
খানিক ভাসিবার শেষে,বলে সে ক্রু-ভাষে
''স্রষ্টা ছাড়া সৃষ্টি যদি গো তুমি,
আমি নই কেন তবে,আপনা হতে?''
[ছবিঃ ইন্টারনেট]
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ২:৩২