
”বিশ্বাস করো”- আমার সুখের কোন স্মৃতি নেই।
এক চিলতে স্বপ্নকে ফালি ফালি করে চষে
বানিয়েছি শৈল্পিক রঙের নির্দশন
রূপালী রাতে-
চাক ভাঙ্গার মৌলিক রেওয়াজে তৈরি করেছি
উপযুক্ত শষ্যক্ষেত্র
বীজবোনা থেকে বুনতে শুরু করা স্বপ্নগুলো
আবেগী হতে হতে
বুনন আর বুননক্ষেত্র হয়ে গেল হাত বদল!
এখন আর স্বপ্ন দেখিনা
দীর্ঘশ্বাসে চেয়ে দেখি ফালি ফালি করে কাটা মাটি
স্বপ্নের মতো পড়ে আছে,
চাক ভাঙ্গার শব্দে বাজেনা অনুভূতির ঢাক-
”বিশ্বাস করো”- আমার সুখের কোন স্মৃতি নেই।