গত কয়েকদিন যাবত ব্লগার মোহাম্মদ গোফরানকে ব্লগে দেখছি না; আপনারা ফেইসবুক, মেইসবুকে দেখলে খবর জানাবেন। জাতি ভয়ংকর সময় অতিক্রম করছে, এখন পরিচিত কাউকে না'দেখলে মনটা অকারণ চিন্তায় ভরে যায়।
এই খারাপ সময়ে, আসলে আমারো ব্লগিং করা উচিত হচ্ছে না; প্রতিদিন ভাবি, নতুন পোষ্ট লিখবো না; কিন্তু অন্যদের লেখা গার্বেজ ব্লগে দেখলে তখন কিছু একটা লিখতে হয়; কারণ, শতকরা ৮০ ভাগ ব্লগার তাঁদের জানা সাধারণ বিষয়কে লিখতে গিয়ে গরুর রচনা লিখছেন, কিংবা গার্বেজ ঢালছেন ব্লগে।
যেমন, ব্লগার ঢাবিয়ান সাহেব গতকাল লিখেছেন, স্বরাষ্ট্র-বিষয়ক, নাকি অপরাষ্ট্বিবিষয়ক এডভাইজার পদে "একজন কোমলমতিকে" দেয়া উচিত; তখন আমি ৫ মিনিটে ১টি পোষ্ট লিখেছিলাম, যেখানে আমি প্রস্তাব করেছি, "৫ম শ্রেণীর" একজন কিশোর কিংবা কিশোরীকে দিলে আরো ভালো হবে; সেই বয়সের বাচ্চাদের মগজ পরিস্কার থাকে, কাউকে ফাঁসীতে ঝুলাবে না, ঢাবিয়ান সাহেব চা-সিংগারা পোষ্ট আজীবন লিখতে পারবেন; যা করবে, তাতে জাতি উপকৃত হবে। হয়তো ঢাবিয়ান সাহেবের ছেলেও এখন প্রাইমারী শেষ করছে।
আমি না'লিখলে কিছু সমস্যা আছে; তখন ব্লগার ঢাবিয়ান, জটিল ভাই, জুল ভার্ণ, ভুয়া, নীল আকাশ, জিকোব্লগ, শেরজা, করুণা ধারা, সোনালী কাবিন, অপু, প্রমুখ লেখার উৎসাহ হারিয়ে ফেলবে; ব্লগে গার্বেজের পরিমাণ কমে যাবে, প্রকৃতিক গ্যাস উৎপন্ন হবে না, ভারত থেকে পানির সাথে গ্যাস ও গার্বেজও আনতে হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৯