অস্তাচল পথে আমি রুগ্ন নিরুপায় এক পথিক
জীবনের ক্ষীণকায় মায়া ছেড়ে ধরেছি অজানা পথের দিশা।
জানি আমি জানি পথ নয়তো সোজা
জানি আমি এটাও জানি পথ খোঁজাই মোর জন্মের নেশা।
ব্যাথাতুর হৃদয়ে গিয়েছি অন্ধের কাছে
নিতে পারে নি সে আশা পেয়েছে এক রাশ নিরাশা।
শতাব্দীর শত শত বর্ষ পরেই
মানুষ আমরা অবলা হওয়ার সন্নিকটে
দিন শেষে সকলে খুঁজি সবল হবার নিতান্তই আশা।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫