আমরা অনেকেই ঘরের সৌন্দর্যের জন্য বনসাই ব্যাবহার করি
বনসাই কি?
ধরুন একটি গাছ একে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে প্রয়োজনের তুলনায় কম খাবার এবং নানা পদ্ধতির মাধ্যমে ছোট করে রাখা হয় কিন্তু এর আকৃতি সাধারন গাছের মতোই দেখায়। অনেকটা বামন মানুষের মতো!!!
যাই হোক এইটা আমাদের ঘরের সৌন্দর্য বাড়ায়, কিন্তু একবার চিন্তা করেছেন এইটা কতো বড় গুনাহর কাজ......
যে গাছটা ৩-৪তলা বিল্ডিং এর সমান বড় হয় তাঁকে গুনা দিয়ে আটকিয়ে ছোট করে রাখা হয়...
যতটুক খাবার দরকার তাঁর থেকে অনেক কম খাবার প্রদান করা হয়......
একবার চিন্তা করুন আপনাকে ছোট বেলা থেকে কেউ যদি আপনার শরীরের বিভিন্ন জয়েন্টে গুনা কিংবা রশি দিয়ে বেঁধে রাখে তাহলে আপনার কেমন লাগবে আর আপনি কিন্তু বড়ও হতে পারবেন না কেননা আপনার যথেষ্ট পরিমাণ খাবার দেওয়া হবে না। এখন চিন্তা করুন একটা গাছ কে কি পরিমাণ কষ্ট প্রদানের মাধ্যমে একটি বনসাই বানানো হয়......
আসুন আমরা বনসাই ব্যাবহার এবং তৈরি থেকে বিরত থাকি।
নতুবা দেখা যাবে কোন এক প্রজন্মে কোন এক ধরনের প্রাণী আমাদের তাঁদের ঘরের বনসাই এ পরিণত করবে।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯