কতো মানুষের স্বপ্নের গাড়ি দেখি
কতো মানুষের স্বপ্ন গুলোর সুন্দর বাড়ি দেখি
কতো মানুষের স্বপ্ন গুলোর হাতল যুক্ত হাতিয়ার দেখি
দেখেছি কতো লোকের স্বপ্নের উচ্চতায় উঠে যাওয়া
দেখেছি কতো লোকের স্বপ্ন কে এক টুকরো বাস্তবে রুপ দেওয়া।
.
তবে সকলের মতো আমার স্বপ্নের গাড়ি নেই কেনো!
আমার স্বপ্নের বাড়িই বা কোথায়
আমার স্বপ্নের হাতিয়ার তো দূরে থাক হাতলটাই বা কোথায়।
কেনো সকলের মতো আমার স্বপ্নের কোন বাস্তবতা নেই!
চাই না তো এক টুকরো বাস্তবা এক চিমটি বাস্তবতা হলেই আমার চলে যায় কিন্তু স্বপ্নের বাস্তবতা এতোটাই ক্ষীণকায় যে হাতরে যাই কিন্তু পাওয়া যে আসলেই দুষ্কর। সব থেকে বড় কথা যা হবার নয় তা হওয়ার একমাত্র ও উপযুক্ত পাত্র হলাম আমি শুধুই আমি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩