২০০১ সালের ডিসেম্বরের শেষ দিকে আমি সর্বপ্রথম ক্যামেরা হাতে নিয়ে ফটোগ্রাফি চর্চা ও ফটোগ্রাফি করে আয় রোজগার করা শুরু করি। আমি মূলত স্টুডিওতে ফটোগ্রাফি শুরু করেছিলাম। যেহেতু খুব প্রত্যান্ত অঞ্চলে আমি থাকি সেহেতু তখনকার সময়ে রোল ক্যামেরা, এসএলআর, ফিক্সড লেন্স এবং অটো শাটার প্রযুক্তির কিছু ক্যামেরাই এখানে চলতো।
ডার্করুম ব্যবহার করে করে ফিল্ম থেকে সাদাকালো ও মিনি ল্যাব প্রযুক্তির মাধ্যমে রঙীন ছবি প্রিন্ট করা হতো। আমি ডার্করুম (সাদাকালো) ও আউট (কালার ফিল্ম) ছবির কাজটাই মূলত করতাম। আমি প্রথম যে ক্যামেরাটা ব্যবহার করতাম সেটি ছিলো Yashica Mat 124 Medium Format TLR Camera. এটিতে ছবি তোলার পর নেগেটিভ এবং এনলার্জার মেশিনের মাধ্যমে পজিটিভ বা ছবি প্রিন্ট করা হতো।
এছাড়া রঙীন ছবি তোলার ক্ষেত্রে Yashica FX-3 Super 2000 ক্যামেরাটি তখন ব্যবহার করতাম। ৩৫মি.মি রিলের জন্য তখনকার সময়ে ৮০-৯০টাকা গুনতে হতো। তখনকার সময়ে পয়সা খরচ করে প্রকৃতির ছবি তোলার কথা ভাবাই যেতো না।
২০০১-২০২২ খ্রি: পর্যন্ত আমি শুধু স্টুডিও ফটোগ্রাফিই করেছি। ফটোগ্রাফি নিয়ে আমার কোনও ধরনের অধ্যবসায় বা প্রশিক্ষন কখনোই ছিলো না। কম বয়সেই লেন্স ক্যামেরা আমি হাতে নিয়েছিলাম তবে সে অর্থে ফটোগ্রাফি দিয়ে আমার জীবনের কোনও সাফল্য নেই বলা যায় এটা ইচ্ছাকৃত কারণ আমি একটা ভূল সময়ে জন্মেছি।