জীবন এখানে নিরুক্ত নিরাকার-
প্রতিদিনকার দৃষ্টিনদে এলাচের বন ভাসে
উড়ন্ত মানুষের মন হাসে আর হাসে
কথা কয় শবরী বালিকা উচ্চ রস-কষে।
বসন্তের চাঁদ, ফাঁদ পেতে রাখে-
কুঞ্জলরথে কাঁচুলি পরিহিত সে আসে
প্রণয়কলায় তনুমন দিন কাটে বাতাসে
কালমন্ত্র প্রজাপ্রতি হয়ে পুড়ে যায় আকাশে।
জীবনের পথে শবরীর কাটে না রাত
শুধু ফালি ফালি করে কাটা পরে চাঁদ।