হাত থেকে পড়ে যায় যে পৃথিবী
তা’র গায়ে ঈশ্বর ছড়িয়ে দেয় যৌনজল
মনুষ্যত্বহীন পুরুষবৃক্ষে ভরে উঠে জমি
বুক থেকে নেমে আসে লোভলোল মীন
খায় চেটে ভাগ্যরস...
ত্রৈমাসিক কাগজের পাতায় ছাপা হয় যে বটতলার গল্প
তা’র প্রণয়নকার হয় এই পুরুষবৃক্ষ!
কৌমার্যহরিনি থাকে তফাতে
পুরুষবৃক্ষ-
নিজেকে দুরন্ত ভেবে ভেবে
ফুরন্ত হয়ে উঠে নিজের মনস্কাম ভুলে।
ঈশ্বর হাসেন-
কল্কিতে টান দিয়ে অবতারনামায় আঁক কষেন।
______________________
প্রণয়নকাল:
পয়লা ডিসেম্বর দুই হাজার উনিশ খ্রিস্টাব্দ
উইলকিংসন রোড, সুসং নগর।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৯