বয়সটা বেড়ে যাচ্ছে-
জামার ফাঁকে উঁকি মারছে লোমশ বুক
হাতের মুঠোতে রোদ হয়ে উঠছে মুখোশ!
এবার চোখ বুজে বিশ্বাস করে নিতে হবে কাউকে।
পায়ের সাথে পা ফেলে যে পৃথিবী-
আঁকবো তাতে ভাগ বসাবে রক্তবীজ।
বয়সটা বেড়ে যাচ্ছে-
মাথার উপর বেড়ে উঠছে ফুসমন্তর,
চুলের বন থেকে ঝরে যাচ্ছে অন্তর
এবার হাতের উপর জেগে উঠবে যে গাছ-
তার থেকে আশাকে নিরাশার ঘাটে হবে ভাসাতে।
ক্রমাগত শূন্যতল ধেয়ে আসবে-
থেমে আসবে ক্ষোভ।
বয়সটা বেড়ে আসছে...
-------------------------------
প্রণয়নকাল:
সাত অক্টোবর, দুই হাজার উনিশ খ্রিস্টাব্দ
যশোর রোড, দমদম, কলকাতা
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৮