ক্ষান্ত দেরে ওরে ও মন, এবার তুই ক্ষান্ত দে।
চলে যা সেই সে পথে,
যেখানে গেলে পরে ফিরবি না আর এই সে তরে
চলে যা অচীন পথে, না ফেরার সেই সে দেশে।
যেতে তোকে হবে রে মন,
ভেবে নে এখনই ক্ষন।
সেখানে তে গেলে পরে, ফিরবি না আর এই সে তরে
সময় সে চলে গেলে সময় আর পাবি নারে
এক মূহুর্ত সময় সে তো দিবে-নারে।
পাপ পূর্ণের বিচার হবে, সেই সে অচীন পুরে
যেখানে সবাই সমান, নাই কোন ভেদাভেদ
অবশেষে ক্ষান্ত হবি, পাপে জ্বলে পুড়ে যাবি
পূর্ণ তোর থাকলে দেহ, মজবি কত মজার তলে।
এ দুনিয়া দু-দিনেরই খেলার সে সেই মাঠ
যেখানে সবাই খেলে, কেহ হারে কেহ জিতে
অবশেষে চলে যায় সে, খেলার মাঠ ছেড়ে
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৫