নিক খোলার আগে অন্তত ৬-৭ মাস সামুতে বিচরণ করে তারপর ব্লগে নিক খুলি। আর নিক খোলার ব্যাপারে আমার বন্ধু আমাকে বেশ সহায়ত করেছিল। সে সারাদিনই ব্লগে পড়ে থাকত আর আমাকে ব্লগের কথা বলত। আমি বিরক্ত বোধ করতাম আর মনে মনে সাথে বাস্তবেও বন্ধুকে গালি দিতাম । আর দেখা হলেই বলতাম এহ!! আইছে বোলগার শুরু করব.........। কারণও ছিল ব্লগ সম্পর্কে তেমন কোন ধারণাই ছিলনা। তারপর একদিন সেই বন্ধু আমাকে একরকম জোর করেই সামু ব্লগের সাথে পরিচয় করিয়ে দিল। কয়েকটা লেখা পড়লাম। তারপর শুরু ৬-৭ মাস ধরে শুধু পড়েই গেলাম। পড়তে পড়তেই ভাবলাম আমিওতো লিখতে পারি হতে পারি একজন ব্লগার। সেই তাগিদেই বন্ধুকে বললাম আমায় ব্লগে আইডি করে দে। বন্ধুও মুচকি হেসে একটা নিক খুলে দিল। তারপর কয়েকটা পোস্ট দেয়ার পরে আমাকে জেনারেল করে দেয়া হল। জেনারেল হওয়াতে একটা পোস্ট দেই আজ থেকে আমি সাধারণ!! সেই খুশিতে সকল ব্লগার ও মডারেডগণ আসেন কোলাকুলি করি! নামে। এই পোস্টে সহব্লগাদের অংশগ্রহণ ও অনুপ্রেরণামূলক মন্তব্যে
আমি আবেক্রান্ত ও অভিভূত হই। সহব্রগারদের সাথে আন্তরিকার বন্ধনে আবদ্ধ হই। মনে মনে ভাবি এ প্লাটফর্মটি আমার নিজস্ব ভূবন। কিন্তু তারপরই বজ্রপাতের মতো আামাকে কোন প্রকার সতর্কবার্তা না দিয়েই কমেন্ট ব্যান করা হল। কার পোস্টে মন্তব্য করতে পারি না, আমার পোস্ট প্রথম পাতায় ফিচার হয় না। কিন্তু কি আমার এ ব্যান জানিনা। পরদিন বন্ধুর শরনাপন্ন হলাম বললাম কিরে আমি কমেন্ট করতে পারি না কেন? সে বলল তুই মনে হয় ব্লগের কোন নীতিমালা ভঙ্গ করছিস। কি আর করা লাইগা থাক কিছুদিন পরে আবার কমেন্ট করার সুযোগ দিবে। তাই ভাবলাম হয়ত কিছুদিন পরে আবার কমেন্ট করার সুযোগ পাব আর সেইসাথে প্রথম পাতায়ও। কিন্তু আমার আর কমেন্ট করা বা প্রথম পাতায় সুযোগ পাওয়া হয়না। এতে আমি প্রচন্ড হতাশ হই। ব্লগিংয়ে তেমন মজা পাই তাই ব্লগে বিচরন কমে যায়। তবে মাঝে মাঝে লগইন করে দেখি যে হয়ত কমেন্ট করার সুবিদা দিয়েছে এই আশায় কিন্তু আমার সে আশায় গুড়েবালি।
ভাবি আমাকে তবে আজীবনের জন্য কমেন্ট ব্যান করা হল । আমি কি আর প্রথম পাতায় সুযোগ কিংবা কমেন্ট করতে পারবো না?
এই উত্তর কি মডারেটর/সামু কর্তৃপক্ষ কখনও দিবে?
আমার প্রতি এ সিদ্ধান্ত অমানবিক। কোন ব্লগারকে ব্যান করার আগে তাকে অন্তত একবার সর্তক করা উচিত। তাহলে সে সর্তক হবার সুযোগ পায় । তারপরও যদি সে সতর্ক না হয় তাহলে ব্যান করুন। সুযোগ না দিয়ে যদি তাকে ব্যান করা হয় তাহলে সে হতাশ হবেই। তাই মডারেটর/সামু কর্তৃপক্ষের কাছে আমার আবেদন আমার কমেন্ট ব্যান উঠিয়ে নেয়া হোক। আমাকে স্বাভাবিক ভাবে ব্লগিং করার সুযোগ দিন।
আশা করি বিষয়টি সুবিবেনা করবেন।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫২