মাইক্রোসফট ওয়ার্ডকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ২২ বছর ধরে বিশ্বব্যাপী সবচেয়ে বহুল ব্যবহূত সফটওয়্যার হিসেবে এটি স্থান দখল করে রেখেছে। সেই সময় থেকে এখনও পর্যন্ত এর বিকল্প খুঁজে পাওয়া ভার। সম্প্রতি তারা সময়ের সাথে তাল মিলিয়ে নিয়ে এসেছে তাদের নতুন সংস্করণ অফিস ২০১৩। ক্লাউড, টাচ প্রভৃতি প্রযুক্তির এই সময়ে অফিসেও যুক্ত হয়েছে এসব সুবিধা।
ক্লাউড সংযুক্তি
অফিস ২০১৩ প্যাকেজের সবচেয়ে উদ্ভাবনী ফিচারটির কথা যদি বলতে হয়, সেটা হলো ক্লাউডের সাথে এর সংযুক্তি। ক্লাউড সংযুক্তির অর্থ হলো বিভিন্ন ডক্যুমেন্টকে মাইক্রোসফটের ক্লাউড স্টোরেজ স্কাইড্রাইভের সাথে সিনক্রোনাইজেশনের সুবিধা। সাধারণভাবে যেকোনো ডক্যুমেন্টকে পিসির হার্ডডিস্কে যেমন সংরক্ষণ করা হয় সেইভাবে ডক্যুমেন্টগুলোকে সরাসরি স্কাইড্রাইভেও করা যাবে এখন থেকে। অফিসের যেকোনো ডক্যুমেন্টে এখন 'save as' কমান্ড দিলেই সরাসরি স্কাইড্রাইভে সংরক্ষণ করার অপশনটি চলে আসবে। অফিস প্যাকেজের সব ধরনের অ্যাপ্লিকেশনের ডক্যুমেন্টের জন্যই এই সুবিধাটি কার্যকরী হবে। এর ফলে অফিসের ডক্যুমেন্টগুলো আরও বেশি নিরাপদ এবং সুরক্ষিত থাকবে। হার্ডডিস্কে বা লোকাল স্টোরেজের কোনো সমস্যা হলেও ডক্যুমেন্টগুলো অক্ষত থাকবে ক্লাউড স্টোরেজ সার্ভিসে।
যেকোনো স্থানে ব্যবহার
অফিস প্যাকেজের সাথে ক্লাউড সংযুক্তির ফলে যে বাড়তি সুবিধাটি পাওয়া যাচ্ছে তা হলো অফিস ডক্যুমেন্টগুলোকে যেকোনো স্থান এবং যেকোনো ডিভাইস থেকেই অ্যাকসেস করা যাবে। স্কাইড্রাইভে যেসব ডক্যুমেন্ট সংরক্ষিত থাকবে সেগুলোকে সব ধরনের ডিভাইস থেকেই ব্যবহার করা যাবে। যেমন, আপনার ডেস্কটপে কোনো ওয়ার্ড ফাইল তৈরি করে ক্লাউডে সংরক্ষণ করলে পরে ল্যাপটপ, ট্যাবলেট বা অন্য কোনো ডিভাইস থেকেই স্কাইড্রাইভে প্রবেশ করে সেই ডক্যুমেন্টটি পাওয়া যাবে। অফিস ২০১৩'তে প্রতিটি অ্যাপ্লিকেশনেই ক্লাউড থেকে তথ্য পেতে রয়েছে বিশেষ বাটন। স্কাইড্রাইভ অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে সেখান থেকে।
নতুন ইন্টারফেস
উইন্ডোজ ৮ বাজারে আসার আগে যখন এর প্রিভিউ রিলিজ ছাড়া হয়, এর নতুন ইন্টারফেসটির নাম দেওয়া হয় মেট্রো ইন্টারফেস। পরবর্তীতে অবশ্য একে 'মডার্ন ইন্টারফেস' নাম দেওয়া হয়। উইন্ডোজ ৮-এর পাশাপাশি অফিস ২০১৩ প্যাকেজেও ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ নতুন ইন্টারফেস এবং এই ইন্টারফেসটির নামও রাখা হয়েছে 'মডার্ন ইন্টারফেস' (পূর্বেকার মেট্রো ইন্টারফেস)। নতুন এই ইন্টারফেসটি খুবই চমত্কার এবং পরিচ্ছন্ন বলে স্বীকৃতি পেয়েছে ব্যবহারকারী এবং সমালোচকদের কাছে। ইন্টারফেসটিতে খুব অল্প স্থান ব্যবহার করে ফিচারগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে করে খুব সহজেই সব অপশন খুঁজে পাওয়া যায়। পাশাপাশি উইন্ডোজ ৮, উইন্ডোজ আরটি এবং উইন্ডোজ ফোনের সর্বশেষ সংস্করণের সাথে মিল থাকায় এর ব্যবহার আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
আরও বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন