যুগ এগিয়ে যাচ্ছে নীলা
অনেক দূর এগিয়েছে
তোমার আটপৌরে থ্রিপিচ জামা
আনকোরা টাঙ্গাইল শাড়ির ভাঁজ
বড্ড সেকেলে
গেয়ো চাষাভূসার বউ বাচ্চারাই
আজ ওসব পড়ে।
জিন্স টিসার্ট
আলুথালু কেশ
তোমাকে মানাবে বেশ,
উচু রাস্তা উচু উচু হিল
ঠক ঠক করে নিতম্ব দুলিয়ে
হেঁটে যাচ্ছে নীলা
ব্যাপারটা ভাবতেই
বুকের বামপাশটায় ঝড় উঠে
বাজ পরে সারা শরীরময়।
বিদেশী পারফিউম
লোশনের সুগন্ধ
আমার নদীকূলে ঢেউ তরঙ্গ খেলে যায়
ডাভ সাবানের গন্ধে বিভোর এই আমি
উড়ে যেতে চাই
দেশ দশ ছাড়িয়ে
আকাশের সীমানায়।
নীলা তুমি
ঘুমগ্রস্থ নগরীর শিয়র থেকে
জেগে উঠো
জাগাও আমায়।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৭