ভালবাসি যারে তারে এত কষ্ট আমি দেই কি করে? আমার ভালবাসাকে আমি পারিনা বোঝাতে কত ভালবাসি আমি তারে। কারণ মানসচক্ষে তো সে আমার দেয়া কষ্ট গুলিকেই দেখে, অনুভব করে আমার বিদ্রুপাত্নক কথার আঘাত। আমি ওকে ছাঁড়া একটা মুহুত' কল্পনা করতে পারিনা অথচ ওর ভালো লাগে যা, তা আমার করা হয়না। আমার চরিত্রেই তো নেই এত ভাল কাজ করা। আমি অনেক খারাপ মানুষ যে। আমার ভালবাসার জন্য আমার কখনো কোন উপহার কেনা হয়না, নিয়ে যাওয়া হয়না তাঁকে ভালো কোন যায়গায়, আমার কাছে যে আমার ঘরের কোণ, আমার বই, আমার গান এসবই প্রিয়। ভালবাসাকে যতই ভালবাসি আমি, আমি হয়তো চাই আমার ভালবাসা আমার মত হোক, ভালবাসুক শুধু আমার ঘরের কোণ, আমার বই, আমার গান, ভালবাসুক আমার মত করে সবকিছু। কিন্তু তাঁও কি কখনো হয়?একজন মানুষ কি আরেকজন মানুষের মত হতে পারে? ভালবাসার সম্পকে' কি এমন হয়?ভালবাসার সম্পকে' আমাকে তো বুঝতে হবে আমার ভালবাসার পছন্দ, অপছন্দ, চাওয়া, সবকিছু। কিন্তু কিছুই করিনা আমি। তবুও আমার ভালবাসা আমাকে এত ভালবাসে, আমার সকল নেগেটিভ কে পজিটিভ করে নিয়ে আমার কাছে এসেছে যে তাঁকে আমি কষ্টে কষ্টে বিদীন' করি, তাঁর চোখের পানি আমি চেয়ে চেয়ে দেখি-এত অমানুষ আমি।
আমার ভালবাসাকে কিকরে বুঝাই তাঁরে আমি কত ভালবাসি?কিকরে বুঝাই আমার কষ্ট। আমি এত চাই আমার ভালবাসার মত হতে কিন্তু হয়তো পারিনা। হয়না আমার ভালবাসাকে ভাল রাখা। আমি পারিনা আমার ভালবাসাকে ভাল রাখতে, আমি তাঁকে হাসাতে পারিনা, কাঁদাতে পারি, অথচ কাঁদাতে পারলে হাসাতেও পারা উচিৎ আমার। কিন্তু আমি যে পাগল এক মানুষ। আমাকে ভালবেসে, আমার কাছে কষ্ট পেয়ে কাঁদে আমার ভালবাসা। আমি কিছুই করতে পারিনা শুধু কষ্ট পাওয়া ছাঁড়া। ভালবাসার কান্না দেখে আমি কাঁদি, আমি কেঁদে যাই শুধু।