Yahoo Group থেকে এক বন্ধুর মাধ্যেম Somewhereinblog এর ঠিকানা পেয়িছলাম। প্রথম প্রথম খুব ভাল লেগিছল পোষ্টগুলি পড়ে।
কিন্তু এখন আর লাগে না। এখন নিজেকে আরো বেশী প্রতিবাদী প্রতিবাদী মনে হয়, লেখাগুলি পড়ে। যত্তসব বাজে লোকদের আড্ডা-কারখানা। ফালতু বিষয়, ফালতু আলাপ। স্ব-বিরোধীতা আর ভন্ডামী।
সদস্য হলাম শুধুমাত্র কয়েকটি পোষ্টের প্রতিবাদ করতে। কিন্তু সদস্য হতে গিয়ে এখন দেখতেছি প্রথেমই প্রতিবাদ করা উচিত Somewhereinblog কে নিয়েই। কারণ সদস্য হবার সময় যে বিষয়ে একমত হেয় ফরম ফিলাপ করেছি এখন দেখছি সম্পূর্ণ ভিন্নচিত্র। একি! কোনদেশে বাস করিছ আমরা? মগের রাজেত্ব না-তো? সঙিকত হলাম।
* ব্লগে অহরহ কিছু গালবাজ সারাক্ষণ গালি-গালাজ করছে, আরেকজনের মান-সম্মান নিয়ে েখলছে অথচ কর্তৃপক্ষ দারুন নীরব ভূমিকায় আছেন!!!
* বর্তমানে মনে হচ্ছে ব্লগটি কোন আোয়ামী-লীগারদের দ্বারা প্রচািরত, যার ফলে এখানে কেউ স্বাধীন মতামত প্রকাশ করলেই কিঙবা কোন সত্য তুলে ধরলেই তাকে স্বাধীনতা বিরোধী কিঙবা রাজাকার বলা হচ্ছে?
আমার মাথায় আসে না? এখানে রাজনীতির মতো ঘৃণ্য বিষয় কোন আসবে? আর যদি এসেো থাকে তাহলে Partiality থাকা মোটেই উচিত নয়। ইদানীং পুরোপুরি তাই মনে হচ্ছে!
*** বিশেষ দ্রষ্টব্য: আবার আমাকে কেউ রাজাকার বানায়া দিয়েন না? আমার জন্ম প্রোফাইলে দেয়া আছে! হা হা হা ***
* তাই পক্ষপাত দুষ্ট লোকদের তৈরী ??? আদালতে ??? প্রথেমই http://www.somewhereinblog.net এর বিচার হোয়া উিচত।
* এখানে ধর্ম নিয়ে মারাত্মক রকেমর বাড়া-বাড়ি হচ্ছে, অথচ কর্তৃপক্ষ রহস্যময় ভূমিকায় অবতীর্ণ। তাহেল কি আমরা ধরে নেব এর সাথে ইসলাম বিদ্বেষী কোন চক্রান্ত জড়িত আছে।
* অচিরেই এদের বিচার দাবী করছি, অন্যথায় জোরদার আন্দোলন গড়ে তোলা হবে, পত্র-পত্রিকায় লিখা হবে। তখন সৃষ্ট ঝামেলার ব্যাপারে কর্তৃপক্ষই দায়ী থাকবেন।
- অবেশেষে সকলের প্রতিই রইল লাল গোলাপ শুভেচ্ছা।
আসুন সকল বিভেদ ভুলে গিয়ে রচনা করি- সত্য, সুন্দর, দূর্নীতি ো দারিদ্র্যমুক্ত স্বপ্নীল পৃথিবী ো সোনার বাঙলাদেশ।।
আমাদের সকেলর পথচলা শুভ হোক।
**** ব্লগে বাঙলা লিখতে সমস্যা হচ্ছে, বিশেষ করে ো =ও, ং = ং । আশা করি কর্তৃপক্ষ দৃষ্টি দিবেন।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৪৭