"নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর একজন সদস্য কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের সবচেয়ে কট্টর সমর্থক দেশের প্রধানমন্ত্রী চান, আমরা যেন একটি আগাম নির্বাচন দিই। তাঁর এ ধরনের মনোভাব আমাদের সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। তিনি (ওই দেশের প্রধানমন্ত্রী) চান, শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকুক, কিন্তু একটি আগাম নির্বাচন হোক। কারণ আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে একটি কমিটমেন্ট করা হয়েছিল। তবে সে নির্বাচন এখনই দিতে হবে তিনি (ওই প্রধানমন্ত্রী) এমনটা বলেননি।"



বিস্তারিত এখানে দেখুন
আর কিছু বলার নাই। আসুন আমরা আনন্দে গড়াগড়ি খাই।



আরও খেয়াল করে রাখেন। ইন্ডিয়ার সাবেক রাষ্ট্রদূত বিদায়ের সময় বলে গেছিল "সাংবিধানিক বাধ্যবাধকতার কারনে ৫ই জানুয়ারির নির্বাচন করতে হয়েছে।" নির্বাচন কারা করে, আর সাফাই গায় কে। ইদানিং শুনি আদালতের রায়ও নাকি ওপার থেকে আসে।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮