নোবেল প্রাইজের অফিসিয়াল সাইটে দেখলামঃ
The Prize in Economic Sciences
The 2012 Prize in Economic Sciences has not been awarded yet. It will be announced on Monday 15 October, 1:00 p.m. CET at the earliest.
অনেকদিন আগে থেকেই গুগল প্লাসে ইউনুস সেন্টারের বিভিন্ন পোস্ট দেখে মনে হচ্ছিল ডঃ ইউনুস উদ্ভাবিত সামাজিক ব্যবসা নিয়ে সারা বিশ্বে ব্যপক আলোচনা হচ্ছে। এটা নিয়ে অনেক কাজও হচ্ছে। সারা বিশ্বের বিভিন্ন সরকার থেকে শুরু করে ইউনিভার্সিটি ও বিভিন্ন সংস্থা ডঃ ইউনুস কে নানান রকম পদকে ভুষিত করছে। অনেক ইউনিভার্সিটিতে উনার সামাজিক ব্যবসা নিয়ে অনেক গবেষনাও হচ্ছে।
তাই কয়েকদিন ধরেই ভাবছি এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পাবে। আমি খুবই আশাবাদী এবার উনি পাবেন। তা না হলেও নিকট ভবিষ্যতে অর্থনীতিতে নোবেল পুরস্কার ডঃ ইউনুসেরই পাওয়া উচিৎ। আমি স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখতে তো দোষ নাই।

আপনারা কি বলেন?
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫২