
প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ব্লগিং জীবনের অনিয়মের জন্য। আমি মুলত পাঠক। পড়তেই বেশি ভালো লাগে। অনেক কথা মনের মধ্যে জমা থাকলেও আলস্যের কারনে লেখা হয়ে উঠে না।
আমরা সবাই "জুল ভার্ন" এর সাথে পরিচিত তাঁর সুন্দর লেখনীর জন্য। একজন নিরলস পরিশ্রমী আর মানবদরদী মানুষের বাস্তব উদাহরণ আমাদের "জুল ভার্ন" দাদা। তাঁর জীবনের অনেক কাহিনী আমি জানি তাঁর আগের ব্লগ জীবন থেকে।
আমি ছোটকালে অনেক বাংলা সিনেমা দেখতাম আর মনে মনে নিজেকে সেই নায়কের মত মনে করতাম। বড় হয়ে বুঝলাম আসলে সিনেমা সিনেমাই, বাস্তব নয়। কিন্তু "জুল ভার্ন" দাদার জীবনের কিছু কাহিনীতে সেসব সিনেমার কাহিনীগুলো বাস্তব হয়ে আছে। আমার খুব আশ্চর্য লাগে এরকম জীবনও একজনের হতে পারে।
তাঁর আজকের ২০০ তম পোস্টে গিয়ে দেখি তাঁর আজ জন্ম দিন। আসুন আমরা সবাই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।
শুভ জন্মদিন "জুল ভার্ন" দাদা। সেই সাথে ২০০তম পোস্টের জন্য অভিবাদন।
("জুল ভার্ন" দাদা ক্ষমা করবেন আপনার সম্পর্কে খুব অল্প লিখলাম বলে)