প্রিয় বান্ধবীদের বিয়ে হয়ে গেলে পোস্টে ব্লগার রাগ ইমন কমেন্টাকারে একটা চমৎকার রম্যকবিতা লিখেছিলেন, যার জবাবে আমিও ৬ লাইনের একটা ছড়া লিখেছিলাম। আমার ড্রাফ্ট চেক করে দেখলাম এটা সংরক্ষণ করা হয় নি। আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো। যাঁরা আগেই ওটা দেখেছিলেন, তাঁদের প্রতি অগ্রিম ক্ষমাপ্রার্থনা। আর এ ৬ লাইন পড়ার আগে প্রিয় বান্ধবীদের বিয়ে হয়ে গেলে পড়াটা জরুরি মনে করছি

*****************************
জামাই মিয়া জানলো যদি তোমার আমার প্রেমের খবর
জানিয়ে দিও চৌদ্দ আনাই আমার দাবি তোমার উপর

জামাই দেবে ভরণপোষণ, সন্তানাদির পিতা হবে
বাদবাকিতে প্রেমিকবেটাই ভোগদখলে ব্যস্ত রবে

এসব জেনো ফ্যান্টাসি নয়, বলছি কথা বাস্তবেরই
তাই দেখো, আজ বান্ধবীদের বউয়ের চেয়েও গুরুত্ব দেই

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৩