যারা আমার বাবাকে খুন করেছিল
তারা কিংবা তাদের উত্তরসূরিরা কোনোদিন আমার প্রিয় বন্ধু হতে পারে না।
আমার মা ও বোনের সম্ভ্রম ছিঁড়ে নির্দয় ফালি ফালি করেছিল যে নরপশুরা,
আপনারাই বলুন, তাদের আনন্দ বা সুখের জন্য কি আমি প্রার্থনা করতে পারি?
অথচ আমার কিছু রক্তসম্পর্কের ভাইবেরাদরের হিপোক্রিসি দেখুন
কী করে তারা আমার বাবার খুন হবার ঘটনা ভুলে গেলো অল্প ক'দিনে?
আমার মা ও বোনের সম্ভ্রমহানির কথা কি ওদের একটুও কি বিচলিত করে না?
শুনলে বিস্ময়ে মূক হয়ে যাবেন, তারা, মানে আমার ঐ ভাইয়েরা
আমাদের জাতশত্রুদের নৃশংসতার কথা ভুলে গিয়ে
অকাতরে খুনিদের কাতারে দলে দলে শামিল হয়, আর পথে পথে মিষ্টি বিলিয়ে
প্রায়শ মেতে ওঠে আনন্দোৎসবে। কী করে তারা পারে
খুনিদের সাথে খুনিদের মতো হাসতে?
এখনো আমার বুকে দহন, বাবার জন্য শোক, মা ও বোনের জন্য নিভৃত অশ্রুপাত।
এখনো আমার বুকে দহন, খুনিদের রক্তচোখের নেশা।
এখনো আমার বুকে দহন, অনেক কিছু বিসর্জনের।
আমার ভাইয়েদের কোনো দুঃখদহন নেই।
তারা জানে না হারানোর বেদনা কতোটা দুঃসহ।
তাই একজন আততায়ীর হাতে তাদের বাবাকে খুন হতে দেখতে তীব্র সাধ হয়।