( রাজাকার ব্লগারদের বিচার পক্রিয়ার ৩য় ধাপ )
ব্লগের রাজাকার ব্লগাররা “রাজাকার” শব্দের বাংলা অর্থ নিয়ে ফায়দা লোটার চেষ্টায় আছে। রাজাকার শব্দটিকে কেউ আরবি শব্দ হিসেবে, আবার কেউবা উর্দু শব্দ হিসেবে উপস্থাপন করে। আমার জানা মতে “রাজাকার” নয় “রেজাকার” একটি উর্দু শব্দ। যার বাংলা হলো- স্বেচ্ছাসেবক, ইংরেজি হলো Volunteer.
সেই পলাশীর যুদ্ধে মীরজাফরের কথা নিশ্চয় আমাদের সবার জানা আছে। মীর বংশের এই জাফর সাহেবের দেশ বিরোধী ভূমিকা আজ মীরজাফর নামটাকে বেঈমানীর সমার্থক বানালো। কেউ কারো সাথে কোন কিছুর খেলাপ করলেই তাকে মীরজাফর বলে গালি দেয়া হয়। মীরজাফর নামের ব্যক্তিটি নবাবের সাথে বেঈমানী করার কারণে তার নামটা আজ বেঈমানীর স্মারক হলো।
১৯৭১ সালে “রেজাকার” (রাজাকার) নামক একটি বাহিনী ছিলো, যারা বাংলাদেশীদের বিপক্ষে গিয়ে পাকিস্তানের পশুদের দালালী করেছিলো। যুদ্ধে তাদের ভূমিকা ছিলো, মুক্তিযোদ্ধা হত্যা, নারী ধর্ষণ, পাক সেনাদের সর্বাত্মক সাহায্য তথা পাকিস্তানের পক্ষে দালালি। মীরজাফরের বেঈমানীর কারণে আজ যে কোন বেঈমানকে মীরজাফর বলে ডাকা হয়, তাহলে রাজাকারদের ভূমিকার কারণে আমরা যে কোন স্বাধীনতা বিরোধী, খুনি, ধর্ষক, দালাল কে রাজাকার বলে ডাকতে পারি। এবং মানুষের সংখ্যাগরিষ্ঠতার কারণে আমরা এই শব্দ দুটিকে বাংলা ভাষায় খাঁটি বাংলা শব্দ রূপে সংযুক্ত করতে পারি। যেহেতু ভাষা মানুষের বাক চাহিদার উপর ভিত্তি করে জন্ম নিয়েছিলো এবং যেকোন পূর্ণাঙ্গ ভাষাই প্রথমে কথ্য, পরে লেখ্য হয় সেহেতু “মীরজাফর” এবং “রাজাকার” শব্দ দুটি মানুষের বাক চাহিদা এবং ব্যবহারের উপর ভিত্তি করে খাঁটি বাংলা শব্দ রূপে আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দাবী রাখে।
আমি ব্লগে এ দু’টো শব্দকে খাঁটি বাংলা শব্দ রূপে ব্যবহারের প্রস্তাব করছি।
বস্তুত এ দুটি শব্দই মৌলিক শব্দ। এর কোন সন্ধিবিচ্ছেদ নাই।
শব্দ পরিচিতি:
মীরজাফর
শাব্দিক অর্থ : বেঈমান।
আভিধানিক অর্থ : সত্য ছেড়ে মিথ্যার পক্ষ নেওয়া যে কোন ব্যক্তি।
শব্দের ধরণ : মৌলিক।
সমার্থক শব্দ : বেঈমান, ধান্দাবাজ, ছোগলখোর, হীরমান ইত্যাদি।
রাজাকার
শাব্দিক অর্থ : সর্বোচ্চ নিকৃষ্ট
আভিধানিক অর্থ : যত হীন কাজ এবং নিকৃষ্টতার পরিচায়ক ও তদসংশ্লিষ্ট ব্যক্তি।
শব্দের ধরণ : মৌলিক
সমার্থক শব্দ : মল, জঘন্য, খুনি, ধর্ষক, দালাল, নৃশংস, পিচাশ (রাজাকার শব্দের সমার্থক হিসেবে আরও শব্দ আহবান করা গেল)
বিশেষ দ্রষ্টব্য : রাজাকার ব্লগারদের বিচার : একটি ব্লগ আদালত । এই বিচার পক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য এই বৈয়াকরণ ভিত্তিক পোস্ট।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:০২