সাধারনত বাচ্চাদেরকে কেউ কাদালে বাচ্চার মায়েরা খুব বিরক্ত হয় আর এই বিরক্তিকর বিষয় টিকে আমেরিকার বংশদ্ভুত এক ফটোগ্রাফার । আর সেই ফটোগ্রাফারের নাম হল – Jill Greenberg।
মুলত তিনি এক প্রকার অদ্ভুত ফটোগ্রাফির মাধ্যমে দেশে বিদেশে ব্যপক আলোচিত হয়ে ওঠে , আর এই ফটোগ্রাফির মাধ্যমে তিনি মানুষকে একটা ব্যপার বোঝাতে চেয়েছেন, কোন জিনিস মানুষ পেয়ে যদি হারিয়ে ফেলে তার আবেগীয় মুহুত গুলোকে।
তার জীবনলিপি পড়তে চাইলে দেখতে পারেন এখানে Click Here
আগে ছবি গুলো দেখেন তারপর কাহিনি বলছি
প্রদরশনী হলের ছবি
গুগলে jill greenberg crying children নামে ইমেজ সারচ দিয়ে দেখুন কি মজার ছবি গুলো আসে ।
আর সরাসরি দেখতে চাইলে নিচের লিঙ্ক এ ক্লিক করুন ।
Click This Link greenberg crying children
এই অবুঝ বাচ্চা গুলোকে তিনি তার ফটোগ্রাফির মডেল হিসাবে নিয়েছেন এবং তিনি ফটোগ্রাফির একটা সেট তৈরী করে বাচ্চাদের হাতে একটি করে ললিপপ দিয়েছেন এবং যখন বাচ্চারা সেই ললিপপ টি খুব মজা করে খাওয়া শুরু করে ঠিক তখনই তিনি সেই ললিপপ টি বাচ্চার হাত থেকে কেড়ে নেয় আর শুরু হয় বাচ্চার কান্না !! আর সেই সুযোগেই তিনি তার ক্যমেরায় তুলে নেয় সেই আবেগীয় মুহুরতগুলো এবং এভাবে তৈরী করে ফেলেন বিশাল এক ফটোগ্রাফির কালেকশন এবং তার ওপর শুরু করেন ফটোগ্রাফি প্রদরশনী ।
এই হলো অদ্ভুত ফটোগ্রাফির মজার কাহিনী ।
এই ফটোগ্রাফার সম্পরকে আরো বিস্তারিত জানতে চাইলে দেখতে পারেন নিচের সাইটে ।
http://www.jillgreenberg.com/
ফেইস বুকে এই ফটোগ্রাফারের আরো ছবি দেখতে পারেন। Click This Link
সমস্ত তথ্য সমুহ ইন্টারনেট থেকে সংগ্রহিত, কারো কোন লেখা বা আরটিকেলের সাথে হুবুহু অথবা আংশিক মিলে গেলে আমি দুঃখিত ।
সকলকে অনেক ধন্যবাদ ।
