আজ সারা বিশ্বে পালিত হচ্ছে ২০ তম শিশু অধিকার দিবস. রাষ্ট্রসংঘের শিশু তহবিলের তথ্য অনুযায়ী প্রতিদিন বিশ্বে প্রায় ২৪ হাজার শিশু অনাহারে ও বিনা চিকিত্সায় মারা যাচ্ছে. এরই সঙ্গে বহু লক্ষ শিশুর প্রয়োজন নির্যাতন ও শোষণ মূলক অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়া.
১৯৮৯ সালে রাষ্ট্রসংঘের সাধারন সভা এই দলিল গ্রহণ করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও সোমালি ছাড়া বিশ্বের প্রায় সব দেশের সরকারই এই দলিলকে স্বীকার করেছে. এই দলিলে ৫৪ টি ধারা রয়েছে, তার মধ্যে শিশু দের প্রাথমিক অধিকার হিসাবে জীবনের অধিকার, বৃদ্ধি বা উন্নতির অধিকার, শোষণ ও নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার অধিকার রয়েছে.প্রতিবছর এ সপ্তাহে সরকারি-বেসরকারিভাবে উচ্চারিত হয় শিশুশ্রম প্রতিরোধসহ শিশু অধিকার সুরক্ষায় নানা অঙ্গীকার। কিন্তু সপ্তাহটি চলে যাওয়ার পর হারিয়ে যায় সব অঙ্গীকার।
সুত্র - http://bengali.ruvr.ru/2009/11/20/2368500.html
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প সমূহ
১। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর কর্মজীবী মায়েদের শিশুদের জন্য দিবাযত্ন কর্মসূচী প্রকল্প ঃ
এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর কর্মজীবী মহিলাদের ছোট শিশুদের (৬ মাস থেকে ৬ বছর বয়স) নিরাপদ দিবাকালীন সেবা প্রদান করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটিতে ১০টি ডে-কেয়ার কেন্দ্র স্থাপন করা ।
২। শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা (ইএলসিডি) প্রকল্প
এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে ০-৫ বছর বয়সী শিশুদের পারস্পরিক যত্ন এবং শিশু বিকাশের অনুকূল নিরাপদ পরিবেশে প্রাক- শিক্ষা কেন্দ্র, বাড়িতে ও কমিউনিটিতে প্রাক-শিক্ষা কার্যক্রমে শিশুদের অংশ গ্রহণ এবং তাদের বুদ্ধি বৃত্তি, সামাজিক, ভাষাগত ও আবেগিক বিকাশ এবং প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করার উপযোগী কার গড়ে তোলা । প্রকল্পের আওতায় Early Learning Development Standards (ELDS) এবং Early Childhood Development এর খসড়া প্রণয়ন করা হয়েছে। শীঘ্রই Policy Frame work চুড়ামত্ম অনুমোদন করা হবে।
৩। সিসিমপুর আউটরীচ প্রকল্প
এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান এবং সিসিমপুর নাটকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা। প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ে বিলবোর্ড প্রদর্শন। প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ে গণসচেতনতা সৃষ্টির জন্য রেডিও, টিভি-তে প্রচারনা। প্রাক-প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের শিশুদের বিকাশ বিষয়ে প্রশিক্ষণ। প্রাক-প্রাথমিক শিশুর বিভিন্ন উপকরণ প্রস্ত্তত ও বিতরণ। প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে সিসিমপুর নাটক প্রদর্শন। শিশুর অভিভাবককে শিশুদের লালন-পালন বিষয়ে প্রশিক্ষণ।
৪। বাংলাদেশ শিশু একাডেমীর ৬টি জেলা কমপ্লেক্স ভবন নির্মান প্রকল্প ঃ
এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমীর ৬টি জেলার নিজস্ব জমিতে সাংগঠনিক ও প্রশাসনিক অবকাঠামো স্থাপন। শিশুর মেধা ও মনন বিকাশে সাংস্কৃতিক পরিমন্ডলে দেশী ও আন্তর্জাতিক সংযোগ স্থাপনে জেলার সিভিক পয়েন্ট হিসাবে সরকারী-বেসরকারী সংস্থা ও এনজিও, দেশী ও বিদেশী প্রতিষ্ঠানসমূহের কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করবে। প্রশিক্ষণ, লাইব্রেরী ও মিউজিয়াম স্থাপনের মাধ্যমে জেলায় শিশুর মেধা-মনন বিকাশের মাধ্যম হিসাবে জেলাসমূহে কার্যক্রম বিসত্মৃত করা।
৫। এমপাওয়ারমেন্ট এ্যান্ড প্রটেকশন অব চিলড্রেন (ইপিসি)
এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে শিশুদের যৌন নির্যাতন, হয়রানী ও জেন্ডার বৈষম্যসহ সকল প্রকার নির্যাতন প্রতিরোধ এবং যৌন নিপীড়ন হতে নারী ও শিশুকে রক্ষা করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহন করা । কিশোরী মেয়েদের সমসঙ্গী পদ্ধতিতে শিক্ষাদান এবং জীবন দক্ষতা ও জীবিকা অর্জনের জন্য প্রশিক্ষণ প্রদান।
সুত্র - http://www.mowca.gov.bd
আমার দুঃখ -
আমার লেখা শিশুদের নিয়ে একটি সংগঠনের ভিন্ন ধর্মী উদ্যোগ এর পোস্ট টি দেখেন !! এখন পর্যন্ত কেউ একটা মন্তব্য করে নি । আসলে আমরা সবাই মুখে বলি অনেক কথা কিন্তু বাস্তবে কিছু করি না ।
আমাদের পথ শিশু ও একটি ভিন্ন ধর্মী উদ্যোগ - “Change the Live”
বিভিন্ন পত্রিকায় আসা শিশুদের নিয়ে খবরাখবর ঃ
১ । জামালপুরে অবাধে চলছে শিশু ভিক্ষা বৃত্তি - Click This Link
২। শিশুরাই বলল তারা ভালো নেই - Click This Link
শিশুদের জন্য বাংলাতে অনেক খোজা খুঁজির পর এই ওয়েব সাইট টা পেলাম ( তবে সাইট টা ভালো করেছে )–
চিলড্রেন ভয়েস ডট কম - http://childrenvoice.com/
*********************************************************
আমরা সামহোয়্যার ইন ব্লগের ব্লগার রা নিজ উদ্যোগে একটি শিশুকে সাহায্য করতে চাচ্ছি । দয়া করে এই মহৎ উদ্যোগের সাথে সামিল হোন কিছু সাহায্য করুন – ( বিস্তারিত জানতে লিঙ্ক দেখুন )
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
সর্বশেষে বলতে চাই – আমাদের ছোট ছোট শিশুদের কে তাদের পাওনা অধিকার টুকু বুঝিয়ে দেয়া আমাদের নৈতিক দায়িত্ত ।
ধন্যবাদ সবাইকে ।