"সোনালি সোনালি চিল- শিশির শিকার করে নিয়ে গেছে তারে-
কুড়ি বছর পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে!"
-কবিতাটা কার লেখা?
-আমারই লেখার কথা ছিল...
-আচ্ছা নূর, তুমি স্বপ্ন বুঝতে পারো?' খুব আদুরে গলায় জানতে চাইলো রিনি। পেছন থেকে গলা জড়িয়ে ধরেছে সে।
-বলে ফেলো! আমি নিজেই তো আস্ত এক খোয়াবনামা!! স্বপ্ন রাজ্যের কিং সলোমন!!!
-সেদিন রাতে দেখলাম, আমি হাওয়ায় ভাসছি
-ওজন কমাতে চাচ্ছো বোধহয়...
-'ধুর', কিছুটা অভিমানী হয়ে গেল রিনি, 'আমি আকাশে উড়ছিলাম তো...'
-...প্রথম প্রেমে পড়া বালিকার মতো
-কিন্তু আমার কোন ডানা ছিলনা
-ভালোবাসার ভেলায় তো ডানা লাগেনা, প্রেম লাগে
-আর আকাশটা হালকা খয়েরি
-কারণ বাধার সব আঁধার চিড়ে তোমার রঙিন ভালোবাসা বেরিয়ে আসছে। লাল আর কালো মিলে তো খয়েরি হয়ে যায়।
-বাহঃ তুমি তো দেখি ভালোই স্বপ্ন বুঝো। আমার আবার স্বপ্ন নিয়ে বেশিক্ষণ ভাবলেই ভয় লাগে........খুচরোগুলো নিয়েছ?
-বহুৎ আগে। হিসেবটা তো বরাবরই আমি তোমার চেয়ে ভালো বুঝি।
-------------------------------------------------------------
-রিনি, সব এমন হয়ে গেলো কেন?
-তোমার তো জানার কথা। হিসেবটা তো বরাবরই তুমি আমার চেয়ে ভালো বুঝো।
-জানো কালকে তোমার স্বপ্নটাই আমি দেখেছি। দেখলাম, আকাশটা গাঢ় খয়েরি
-কৃষ্ণপক্ষ চলছে বোধহয়
-আর আমার কোন ডানা ছিলনা
-তুমি হয়তো ডানার সংস্পর্শ-ই চাওনি। তোমার পুরনো অ্যাটাচমেন্ট ইস্যুজ আর কি।
-আমি দেখলাম, খোলা আকাশে আমি ভাসছি
-'তুমি তো সবজায়গায় একলাই থাকো', শীতল গলায় বলে চলে রিনি, 'আকাশে, মাটিতে সবখানে তোমার নিজের পৃথিবীতে।'
-বাহঃ তুমি তো ভালোই স্বপ্ন বুঝো।
-আগে স্বপ্নের জগতে থাকতাম, তাই হয়তো স্বপ্ন বুঝতাম না। এখন বাস্তব বুঝিনা। বাস্তব অনেক জটিল, দুর্বোধ্য, দুঃস্বপ্নময়। স্বপ্ন, তা সে যতোই বাজে হোক না কেন, একসময় ভেঙে যেত। বাস্তব ভাঙে না। স্বপ্নই বরং ঠিক ছিল।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৫