সাম্প্রতিক সময়ে কতিপয় হিন্দু যে মিছিল মিটিং রাস্তা অবরোধ ও ভাংচূর করেছে তা সবই হয়েছে ইসকনের প্ররোচনায়। সংখ্যালঘুদের উপর হামলার বিক্ষিপ্ত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো একটিও সাম্প্রদায়িক কারণে হয়নি। এসব বিক্ষিপ্ত ঘটনা হয়েছে রাজনৈতিক কারণে। অথচ এই ঘটনাকে কেন্দ্রকরে ইসকন যেটা ভারতের স্বার্থের সফট পাওয়ার তারা আন্তর্জাতিক গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্য সাম্প্রদায়িক রং লাগাচ্ছে তাদের মনের মাধুরী মিশিয়ে।
২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ফেসিস্ট হাসিনার সময় অনুষ্ঠিত ভোটগুলোতে আওয়ামী লীগের মুসলিম সমর্থকেরাও সকলে ভোট দেয়নি। কিন্তু ভারত সরকার আর তাদের এজেন্সির চাপাচাপিতে হিন্দুরা সদলবলে গিয়ে ভোট দিয়েছে। আওয়ামীলীগ থেকে অনেক সুবিধা নিয়েছে বিশেষ করে সুবিধা নিয়েছে হিন্দু নেতারা তারা আওয়ামীলীগের দালালি করতো। যখন ছাত্র জনতা ফেসিস্ট হাসিনাকে ঝেটিয়ে বিদায় করলো তখন বিক্ষিপ্ত যে হামলা ভাংচূর হয়েছে তা পতিত আওয়ামী নেতা এবং এর সুবিধাভোগিদের ওপর হয়েছে। যখন সুবিধা নিয়েছে তখন তারা আওয়ামীলীগ যখন বিক্ষিপ্ত হামলার স্বীকার হলো তখন তারা হিন্দু এবং এটাকে তার রং লাগিয়ে দিলো যে হিন্দুদের ওপর সাম্প্রদায়িক আক্রমন। মুধু খাবেন আওয়ামীলীগার হইয়া আর ঠ্যালায় পড়লে হিন্দু হয়ে যাবেন তা কী করে হয়?
হিন্দু নেতা গোবিন্দ প্রামাণিকের কথায়, হালের হিংসায় একজন হিন্দু মারা গিয়েছেন। তবে সেটা সাম্প্রদায়িক হামলার কারণে নয়, জমি নিয়ে হিন্দু প্রতিবেশীর সঙ্গে বিবাদের কারণে খুন হন তিনি।’ তার কথায়, ‘আমি নিজে দশটি হামলার ঘটনার তদন্ত করে দেখেছি, হিন্দুরা নিজেদের গোলমালকে সাম্প্রদায়িক বলে অভিযোগ করেছে।'
ইসকন এতোটাই উগ্রবাদী হয়ে উঠেছে যে তারা পুলিশ সেনাবাহিনীও মানছেনা তারা মুসলিদের দোকানপাট লুট করার পর ভাংচূরও করছে। শুধু কী তাই তারা পুলিশের উপর এসিড পর্যন্ত ছুড়ছে!
এখন প্রশ্ন হলো, যদি চিন্ময়ই ব্রহ্মচারী কে বহিস্কার করা হয়েই থাকে তাহলে কেন এই চিন্ময় এতো লাফাচ্ছে? কার স্বর্থে লাফাচ্ছে?
ইসকন ধর্ম চর্চার সংগঠন নয় এটা ভারতের স্বার্থের সফট পাওয়ার। যেখানে ভারতে ক্রিকেট খেলাকে সমর্থন করাকে কেন্দ্র করে রাষ্টদ্রোহী মামলা হয় পুলিশ আ্যারেস্ট করে জেলে পুরে দেয় সেখানে কী করে ইসকন নামক একটি সাম্প্রদায়িক গোষ্ঠী এখনো নির্ভয়ে চলছে?
ISKCON is basically an organ of India's intelligence agency RAW and since ISKCON's activities are a threat to Bangladesh's sovereignty, it is imperative to ban all ISKCON activities in Bangladesh. ISKCON has already been banned, including the banning of all ISKCON activities in Singapore on the same charges.