বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানীর আনুমোদ দিয়েছেন। কোন সংশয় নেই ইহা একটি ভালো উদ্যোগ কেননা চিরাচরিত নিয়ম থেকে হঠাৎ বিচ্যুতি ঘটলে সেটা খারাপ লাগারই কথা; পশ্চিমবঙ্গের মানুষের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সেই আমেজে তাদের খাদ্যে প্রধান ভুমিকা রাখে ইলিশ এবং সেটা একটা ঐতিহ্যও বটে।
এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে; বিশেষ করে ট্রল করছে আওয়ামীপন্থী ও আওয়ামী আমলে সুবিধাভোগীরা। কেউ বলছে, শেষ পর্যন্ত ভারতে ইলিশ পাঠাইতে বাধ্য হইলো। কেউ বলছে, এনজিওগ্রাম সরকার ইলিশ পাঠাইতে বাধ্য হলো আরো অনেক কিছু।
যেহেতু ইলিশকে মধ্যবিত্ত ও গরীবের নাগালে পৌঁছাতে সক্ষম হয়নি সরকার চোরাকারবারী আওয়ামী সিন্ডিকেটের কারনে তাহলে বৈদেশি মুদ্রা আয়ের পথ বন্ধ করার কোন মানে হয়না সুতরাং সরকার এক্ষেত্রে সময়পোযোগি এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে। আমি এর আগেও এই কথাটিই বলেছিলাম এবং এখনো সেই কথাই বলছি।
ভারতের জনগনের সংগে আমাদের কোন বৈরীতা নেই; বৈরীতা হচ্ছে তাদের রাষ্ট্রিয় সিদ্ধান্তের তারা জনগনকে বাদ দিয়ে হাসিনাকেই প্রাধান্য দিচ্ছে যা কোন ভাবেই কাম্য ও সমীচীন নয়।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২২