দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিশ ইমপোর্টার অ্য়াসোসিয়েশন। চিরাচরিত নিয়ম থেকে হঠাৎ বিচ্যুতি ঘটলে সেটা খারাপ লাগারই কথা; পশ্চিমবঙ্গের মানুষের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সেই আমেজে তাদের খাদ্যে প্রধান ভুমিকা রাখে ইলিশ এবং সেটা একটা ঐতিহ্যও বটে।
গত ৩ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানান, ভারতে কোনো ইলিশ যাবে না। তিনি বলেন, ‘দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না, আর রপ্তানি হবে, সেটা হতে পারে না। কথা সত্য কিন্তু বাস্তবতা হলো ইলিশ রপ্তানী না করায় ইলিশের দামে কোন প্রভাব পরেনি, মধ্যবিত্ত ও গরীবের নাগালে ইলিশ পৌঁছেনি পক্ষান্তরে রপ্তানী বন্ধ করে বৈদেশিক মূদ্রা আহরণের পথ বন্ধ হলো।
যদি সত্যিকার অর্থেই জনগনের কথা ভেবে ইলিশ রপ্তানী বন্ধ হয় তাহলে ইলিশকে মধ্যবিত্ত ও গরীবের নাগালে পৌঁছাতে হবে। আর যদি কূটনৈতিক কারণে বন্ধ হয় তবে সেটা ঠিক হয়নি কারণ সরকারের সংগে কূটনৈতিক সম্পর্ক খারাপ হতে পারে তাইবলে তো জনগনের সংগে তো সম্পর্ক খারাপ করা যাবেনা। মোদী যেমন জনগনকে ছেড়ে হাসিনাকে বেছে নিয়েছে ঠিক তার উল্টো মোদীকে ছেড়ে আমাদেরকে জনগনকে বেছে নিতে হবে।
সুতরাং তাদের জনগনের আকাঙ্খার প্রতিফলনে তাদের আবেদনে যথাযথ সাড়া দেওয়া উচিত।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৯