বিগত ১৫/১৬ বছরে গণহত্যাকারী, মুদ্রা পাচারকারী, দেশ লুন্ঠনকারী ফেসিস্ট সরকার ক্ষমতায় ছিল এবং তারা রূপকল্প '৪১ ভাওতাবাজী নিয়ে প্রতিটি স্থানে, প্রতিটি জায়গাতে, প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী দুর্ধর্ষ ক্যাডার, কট্টর আওয়ামীলীগার অথবা বিশেষ কোন গোষ্ঠির লোক বসিয়েছে যারা প্রাণ যাবে তবুও আওয়ামীলীগ ছাড়বেনা। এরা সুযোগের সদ্ব্যবহার করতে বিন্দুমাত্র চিন্তা করবেনা। অন্যদিকে গণহত্যাকারী হাসিনা এবং 'র' প্রতি নিয়ত ছক কষছে কী করে বাংলাদেশ অস্থিতিশীল করা যায় এবং আবার তাদের অপশাসন কায়েম করা যায়।
ভারত কখনই হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবেনা কারণ হাসিনা যা করেছে তা ভারতের জন্যই করেছে সুতরাং ভারত বাংলাদেশের জনগণের পাশে না থেকে হাসিনাকে বেছে নিয়েছে।
১৫/১৬ বছর লুটেপুটে খেতে খেতে ওদের জিভ লম্বা হতে হতে হাটুতে গিয়ে পৌঁছেছে; লুটেপুটে খাওয়ার সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষুধার্থ হায়েনার চেয়েও ভয়ঙ্কক রূপধারণ করেছে । যেকোন মুহূর্তে ওদের বিস্ফোরণ ঘটতে পারে। সুতরাং মনে রাখতে হবে ড. ইউনুস যদি ফেল করে তাহলে খুনি হাসিনার সন্ত্রাসীলীগ বাহিনী ও 'র' সমন্বিত পরিকল্পনায় ছাত্র-জনতাকে কচুকাটা করবে। অতএব প্রশাসন আওয়ামী রাহুমুক্ত নাহলে বিপদ অতিসন্নিকটে!
দেশ থেকে উপশাসন সমূলে উৎপাটন না করা পর্যন্ত ড. ইউনুসকে সামনে রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে ছাত্রসমাজকে অবিচল থাকতে হবে তাদের উদ্দিষ্ট লক্ষ্যে।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০২