শীর্ষপদে আসীন থাকার পরও যারা নিজ মেরুদন্ড সোজা করে দাড়াতে পারেনা তারা আবর্জনা ছাড়া কিছুনা। এ বিষয়ে সংগত কারণেই আমাদের সদ্য বিদায়ী প্রধান বিচারপতির কথা মনে পড়ে। সম্প্রতি প্রধান বিচারপতি পদত্যাগের কারণ হিসেবে বলেছেন, সুপ্রিম কোর্ট বিল্ডিং এবং এর রেকর্ডগুলো রক্ষা, কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়িঘর, জাজেস টাওয়ার রক্ষা, বিচারপতিদের শারীরিক হেনস্তা থেকে রক্ষা করা, জেলা জজকোর্টগুলো ও রেকর্ডরুমগুলো রক্ষার স্বার্থে আমাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হলো। কিন্তু উনি একবারের জন্যও বলতে পারেননি যে, তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেননি বা করেননি।
প্রধান বিচারপতি সহ পদত্যাগ করা অন্য বিচারপতিরা হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন তারা কখনই আইনের শাসন প্রতিষ্টা করেননি, প্রকৃপক্ষে তারা হাসিনার সহযোগী হয়ে হাসিনার বিরোধীদের কে শুধু হেনস্থাই করেছেন। কথায় কথায় জেল এবং রিমান্ড ছাড়া তাদের কাছে যেন কোন বিচারই ছিলনা।
বিচারপতি এম ইনায়েতুর রহিম তো প্রকাশ্যেই বলেছেন যে, তারা শপথবদ্ধ রাজনীতিবিদ। সুতরাং যারা নিজ মেরুদন্ড সোজা করে দাড়াতে পারেনা তাদের চলে যাওয়াই ভালো। এমন আবর্জনা না থাকাই ভালো।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৭