
(এনেক্স ভবন)
১৯২১ সালের আজকের এই দিনে হাজারো ঐতিহ্যে লালিত প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে তিনটি অনুষদ ও ১২টি বিভাগ নিয়ে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে তার যাত্রা শুরু করে। কলা, বিজ্ঞান ও আইন অনুষদের অন্তর্ভুক্ত ছিল সংস্কৃত ও বাংলা, ইংরেজী, শিক্ষা, ইতিহাস, আরবী, ইসলামিক স্টাডিজ, ফারসী ও উর্দূ, দর্শন, অর্থনীতি ও রাজনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং আইন।

(অপরাজেয় বাংলা)
হাজারো ডালপালা নিয়ে আজ ৮৯ বছর পূর্তি উদযাপন করছে বিশ্ববিদ্যালয় পরিবার।
'ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উচ্চশিক্ষা' স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপনে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। হলে হলে বিশেষ খাবার পরিবেশন, আলোচনা সভা, রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

(ডাকসু)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র হয়েও এখনি ''ঢাকা বিশ্ববিদ্যালয়'' লেখা বাসগুলো দেখলে বুকের ভেতরটায় কেমন জানি করে ওঠে, মনে মনে বলে উঠি-" আমার বাস!!!!!''
এই কথা চিন্তা করে ভাবি- না জানি পরবর্তীতে কেমন হাহাকার করে উঠে এ মন-----!

(কার্জন হল)

(ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগার)
হ্যাপি বার্থডে টু ঢাকা ইউনিভার্সিটি ! হ্যাপি বার্থডে-----------------
সকলকে ---- পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।