১৪ই ফেব্রুয়ারী, ২০০৯ ইং । রাতের প্রথম প্রহর। বসন্তের মাঝে ভালবাসার আগমন। বসন্তের দখিনা হাওয়ায় রাত জাগার অনুভুতি কেমন তা টের পাওয়ার সেইক্ষণে নিশি রাতের নির্জনতা ভেঙে টি.এস.সি. চত্বরে বন্ধুদের বাঁধভাঙা উচ্ছাসে ভ্যালেন্টাইন দিবসের ঘন্টা বাজতে শুরু করে। ক্লান্ত শরীর নিয়ে ভালবাসার এই মিছিলে যোগ দিতে পারিনি; তবে মনের ঈশাণ কোণে ভালবাসার দিগন্ত উন্মোচিত হয় সব মানুষের তরে।
রাত ১১ টা থেকেই আমার মোবাইল ফোনটি অফ। রাত ২ টা ছু্ইঁ ছু্ইঁ করছে। কাউকে শুভেচ্ছা জানানো হয়নি ভেবে মোবাইলটি অন করি; কিন্তূ কারো ঘুম ভাঙবে বলে ফোন করা হয়নি। হরেক চিন্তা মাথায় এসে ভিড় করছে। একবার মনে হয়, এমন কেউ থাকবে না যে আমায় থেকে মানুষকে বেশী ভালবাসবে; আমার ভালবাসায় কোন limitation থাকবে না। কিন্তূ মানুষকে কতটুকু ভালবাসতে পেরেছি বা পারব; তা আমি বলতে পারছি না।
সকালে ক্লাসে যেতে হবে এই ভেবে ঘুমোতে যাই। আর মনের অজান্তে বলে উঠি- প্রিয় সব ভাললাগা !---------- তোমাদের আমি খুব খুব ভালবাসি; আর মনের অজান্তে খুব খুব মিস করি---।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১২