রেস্ট হাউজের দোতলা থেকে তোলা ঝর্ণার ছবি
নলজুড়ি’র কথা শুনেছিলাম প্রায় ১ বছর আগে। বলা হয়েছিল এখানে জেলা পরিষদের একটি রেস্ট হাউজ আছে। টিলার উপরে। সেখান থেকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ী ঝর্ণা খুব সুন্দর দেখা যায়। ছুটির দিনে রওয়ানা দিলাম সিলেটের জৈন্তা উপজেলার নলজুড়ির দিকে। বাদবাকী দেখুন ছবির মাধ্যমে।
যাত্রাপথে:
জৈন্তাপুর বাজার পেরিয়ে তামাবিলের দিকে
আকাশ মেঘলা থাকায় পাহাড় হয়ে উঠেছে স্বচ্ছ- হাত বাড়িয়ে দিলেই ছোঁয়া যায়
নলজুড়ি রেস্ট হাউজ:
মেঘালয় রাজ্যের পাহাড়ের প্রবাহমান গিরিনন্দিনী
নাগেশ্বর গাছ
এখানে লেবু জাতীয় ফলের ফলন বেশ ভাল হয়
রেস্ট হাউজে উঠার পথ
দূরে হাওর
জিরোপয়েন্ট:
এপারে তামাবিল, ওপারে ভারতের মেঘালয় রাজ্য
পাথরবাহী ভারতীয় ট্রাকের বাংলাদেশে প্রবেশ
বাংলাদেশ কাস্টমস
আমদানীকৃত কয়লা
ফেরার পথে:
বৃষ্টির পর সমতল সবুজ আর পাহাড় নীল
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৮