বিভিন্ন সময়ে মেহেদী হাসান। ১ম ছবিতে গান রেকর্ডিংয়ে ফেরদৌসী রহমান'এর সাথে
গত তত্ত্বাবধায়ক সরকার আমলের কথা। সরকার প্রধান আসবেন মৌলভীবাজার জেলায় বিভিন্ন মহলের সাথে মত বিনিময়ের জন্য। কথা বলার জন্য স্হান নির্ধারণ করা হয়েছে শ্রীমঙ্গলের টি রিসার্চ ইনস্টিটিউটের অডিটরিয়াম। সরকার প্রধান আসার আগে তার সিকিউরিটি ফোর্স এসে হাজির। স্হানীয় প্রশাসন আর রিসার্চ সেন্টারের কর্তাব্যক্তিদের ঘুম-নিদ্রা হারাম। শুধু বলছে ‘হও’ আর হয়ে যাচ্ছে।
তো যাতে সরকার প্রধানের খবর ভালমতো প্রচার হয় সেজন্য যথারীতি সাংবাদিকদের নিমন্ত্রণ করা হয়েছে। তাদের জন্য ডিজিটাল সবকিছু হাজির। কাজের সূত্রে গেলাম সেখানে। এবং একটি পিসি খালি দেখে বসে গেলাম। যেহেতু গানের বিষয়ে আমি অবসেসড তাই যখনই কোন পিসি’তে বসি তখনই চেক করি সেটার গানের কালেকশন কেমন? কালেকশন দেখতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। আমার অনেক দিন ধরে খোঁজ করা গানসহ আরো দু’টি গান দেখে। ঝটপট পেনড্রাইভে নিয়ে নিলাম গান তিনটা। সাথে অবশ্য ফ্রি হিসাবে কিছু ভাইরাসও নিতে হয়েছিল
জ্বী, বলছিলাম উপমহাদেশের গজল গায়ক মেহেদী হাসান ’এর ৩টা বাংলা গান খুঁজে পাওয়ার কাহিনী। ‘ঢাকো যত না নয়ন দু’হাতে’ গানটি বাংলা চলচ্চিত্রের গান। বাকী দু’টা লাইভ পারফরমেন্স। খুব ভাল রেকর্ডিং নয়। কিন্তু এই গানগুলো বাজারে পাওয়া যায় না। গানগুলো হেডফোনে শুনলে ভাল শুনা যাবে। এই মেহেদী হাসানের গায়কী বিষয়ে আরেক কন্ঠসম্রাজ্ঞী লতা মুঙ্গেশকারের মন্তব্য হচ্ছে ‘ভয়েস অব গড’। বর্তমানে মেহেদী হাসান খুবই অসুস্হ আছেন। শিল্পীর শারীরিক সুস্হতা কামনা করছি।
■ মেহেদী হাসানের বাংলা গান:
♫ ঢাকো যত না নয়ন দু’হাতে
♫ হারানো দিনের কথা
♫ তুমি যে আমার
---------------------------------------------------
■ মেহেদী হাসান ও রুনা লায়লা’র কিছু গান
■ মেহেদী হাসান’এর প্রায় ২৫০টি গানের সংকলন
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৮