গতকালকের লিখা, পোষ্ট করতে ভুলে গেছিলাম।
স্যারের হিমু সিরিজ যখন প্রথম প্রথম পড়তাম, তখন ভাবতাম নিজেকে হিমু মনে করাটাকে বোকামি ছাড়া কিছু নয়। তারপর ধীরে ধীরে যখন হিমু সিরিজের সবগুলো বই পড়া শেষ করলাম, তখন আমি মনে প্রাণে হিমু।
এক স্যারের বাসায় গেছিলাম একদিন প্রাইভেটে, স্যারকে বললাম স্যার আমি তো এখন হিমু, ভবিষ্যত দেখতে পারি।
স্যার বললেনঃ রাখ তোর হিমু, আজকে অনেক গরম পড়তেছে।
আমি স্যারকে বললামঃ স্যার আপনি স্কুলে যাওয়ার পর, দেখবেন বৃষ্টি কাকে বলে।
স্যার বললেনঃ আজকে বৃষ্টি হবে না, আকাশ দেখে এইটাই বুঝা যায়। বৃষ্টি হবে না এইটার গ্যারন্টি আমি দিলাম।
আমি স্যারকে বললামঃ স্যার দেখা যাবে।
স্কুলে যাওয়ার পড় সত্যি সত্যি অনেক বৃষ্টি শুরু হলো, স্যার বৃষ্টি দেখে অনেক অবাক হয়েছিলেন। আমাকে স্কুলের কিছু জুনিয়র ছেলে দিয়ে অফিস রুমে ডাকিয়ে বললেনঃ তুই কিভাবে জানলি রে আজকে এত বৃষ্টি হবে?
আমি বললামঃ স্যার দেখলেন তো, আমার ভবিষ্যত বাণী কখনো মিথ্যা হয় না, হিমুরা কখনো ভুল ভবিষ্যত বাণী কাউকে শুনায় না।
স্যার বললেনঃ যা, আজকে আমি তোকে সার্টিফিকেট তোকে দিলাম, তুই হিমু।
আমিঃ স্যার হিমুদের সার্টিফিকেট লাগে না
তবে আমি এখন হিমুর সার্টিফিকেট চাই, তবে আমার স্যারদের কাছ থিকে নয়, হুমায়ূন স্যারের কাছ থিকে