সন্ধ্যা থেকে টিভির সামনে বসে রিমোট দিয়ে চ্যানেল গুতাচ্চিলাম। কোন চ্যানেলে নাই বিনোদন আছে শুধু বিজ্ঞাপন। এমনকি ডিস কোম্পানির চ্যানেলেও চলছে হারবাল "লিঙ্গবর্ধক ও মোটাতাজাকরন" এর বেহায়া বিজ্ঞাপন। যায় কোথায়!! ইন্ডিয়ায় চ্যানেল চোখের বিষ। যাহোক রিমোট গুতাতে গুতাতে হটাত নজরে পড়লো বাংলা সিনেমার। নাম জানিনা যেহেতু মাঝপথে শুরু করেছি। কপালো বেশ। একেবারে মোক্ষম দৃশ্যে হাজির হতে পেরেছি। আসেন সেই দৃশ্যের বর্ননা জামাত সহকারে পড়ি-
নায়িকা সাহারা(বি দ্রঃ- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা নন) নায়ক শাকিবের অফিসে এসেছে। এসে এদিক সেদিক তাকিয়ে কোথাও শাকিবকে পেলোনা। হটাত নজর স্থির হতে দেখলেন অফিসের বস শাকিবের তাবৎ কর্মচারী মশারী পোশাক পরিহত নায়িকার দিকে হা করে লুলিয় দৃষ্টিতে তাকিয়ে আছেন। সাহারা নিজ পোশাকের দিকে তাকিয়ে একটু ইতস্তত হয়ে অফিসের কেরানী আফজাল কে জিজ্ঞাস করলেন, এই তোমাদের বসের রুমটা কোন দিকে?? আফজাল কথা না বলে নায়িকার দিকে এক ন্যনে তাকিয়ে আছে। হটাত নায়িকা একটু জোরে বললো, এইইইইইই কানে শুনছোনা..তোমাদের বসের রুমটা কোন দিকেএএএ?? যাহোক থতমত খেয়ে আফজল অবশেষে দেখিয়ে দিল বসের রুমের দিকে।
বস শাকিব অফিসে গভীর মনযোগ দিয়ে কাজ করছেন। এমন সময় সাহারা ঠুক ঠুক করে দরজায়, আসতে পারি?? আরে এসো এসো..শাকিবের কোর টু ডিউ গতিতে রিপ্লাই। নায়িকা রুমে প্রবেশ করে বললো, এই তোমাদের অফিসের লোকজন কি জীবনে মেয়ে দেখেনি? কেন কি হয়েছে? শাকিবের প্রশ্ন। যে ভাবে হা করে আমাকে উঁকি ঝুঁকি দিয়ে দেখছিল মনে হয় খেয়েই ফেলবে। নায়িকা জানালো। এরপর বাছাধন শাকিব বললেন, যে পোশাক পড়েছ উঁকি মেরে দেখার কি কিছু বাকি রেখেছ!!! এরপর নায়িকা সোজা গিয়ে বসলো শাকিবের কোলে। শাকিব বললো, "This Is Office Not Your Bedroom"



সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১২ রাত ১২:১৭