১৬ ই ডিসেম্বর, ২০০৫ রাত ১২:০৫ সময়ে ব্লগার দেবরা 'র লেখাটিই ব্লগিং ইতিহাসে বাংলা ব্লগের সব-চাইতে প্রাচীন লেখা যার অস্তিত্ব আজও টিকে রয়েছে। এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পারেন আপনিও।
বিজয় দিবস (এতে লিখা ছিলঃ বিজয় দিবসের এই পূর্বমুহুর্তে কিছু ভাবনা এসেই যায় । আমরা যারা স্বাধীনতা যুদ্ধ দেখিনি, আমাদের কাছে বিজয় কি ?পরাধীনতা যারা দেখনী তাদের কাছে বিজয়ের কি মূল্য। আছে মূল্য আছে কারন আমরা কি সত্যই এই বাংলাদেশে স্বাধীন? এখনও আমাদের স্বাধীন দেশে নিরাপরাধ মানুষ জীবন দেয়,যা 71 সালেও হয়েছে। তাহলে আমরা নিজেদেরকে স্বাধীন বলি কি ভাবে। আজেকে এই বিজয় দিবসের পূব মূহতে সময় এসেছে তা চিন্তা করার।)
এটি সামু তথা বাংলা ব্লগের তৃতীয় লেখা। প্রথম ও দ্বিতীয় লেখা সরিয়ে নেওয়া হয়েছে তবে ঐ লেখা দুটিরও লেখক ছিলেন উপরের ছবির এই মানুষটি-দেবরা। সে বিচারে দেবরা সামু তথা বাংলা ব্লগের প্রথম ব্লগার এবং তার বিজয় দিবস লেখাটি অস্তিত্বে থাকা প্রথম লেখা।।
ব্লগের প্রথম লেখা বলে পরিচিত ইমরান ব্লগ স্রষ্ট া (এতে লিখা ছিলঃ ইমরান তুমি একটা ভাল কাজ করেছ, হাসিন ভাই আপনাকেও ধন্যবাদ। আপনাদের জানাই আমাদের শুভু কামনা।) লেখাটি প্রকৃতপক্ষে ব্লগের নবম লেখা।
এ বিষয়ে আমার মতামত-এটি বাংলা ব্লগের ৯ম লেখা। প্রথম ও দ্বিতীয় লেখা সরিয়ে নেওয়া হয়েছে।তবে এ লেখাকেই প্রথম লেখার মর্যাদা দেওয়া হয়েছে সম্ভবত ইমরান ভাই ও হাসিন ভাই এর সম্মানে । তাছাড়া ঐতিহাসিক মুহূর্তগুলোতে এমন সংক্ষিপ্ত কথাগুলোকেই বেশি মানায়।
সামু'র পঞ্চম লেখাটি 'আমার অভিবাদন' -লিখেছেন শ্রদ্ধেয় দিদার ভাই- ব্লগার সমকালের গান । এছাড়া ব্লগের প্রথম দশটি লেখা'র আর নয়টি-ই লিখেছেন ব্লগার দেবরা।
(ব্লগের তৃতীয় লেখাটিতে ১৮তম মন্তব্য করতে পারলেও ৯ম লেখাটিকে প্রথম বলে পরিচিত করায় তাতে সবার আগ্রহ বেশি এবং এতে করতে পেরেছি ৫৩৭তম মন্তব্য)
এবার আসুন জেনে নিই নিবন্ধন ক্রমানুসারে সামু'র প্রথম ১০ ব্লগারদের।
প্রথম ;
দ্বিতীয় ; সমকালের গান
তৃতীয় ; দেবরা
চতুর্থ ; শাহানা
পঞ্চম ; হাসিন
ষষ্ঠ ; ফয়সাল আহমেদ
সপ্তম ; আড্ডাবাজ
কুইজ
নিবন্ধন ক্রমানুসারে প্রথম ব্লগার কে এবং তার প্রথম পোস্টটি ব্লগের কত নম্বর পোস্ট?
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪১