শুরু করিলাম লয়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।
***********************
সকলি বিশ্বের স্বামী আল্লার মহিমা
করুণা কৃপার যার নাই নাই সীমা।
বিচার-দিনের বিভু! কেবল তোমারি
আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি।
সরল সহজ পথে মোদেরে চালাও
যাদের বিলাও দয়া সে পথ দেখাও।
অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা, প্রভু
তাহাদের পথে যেন চালায়ো না কভু! (সূরা ফাতেহা)
কাজী নজরুল ইসলাম একবার দুঃখ করে বলেছিলেন:
''আমার জীবনের সবচেয়ে বড় সাধ ছিল পবিত্র 'কোরআন শরীফ' এর বাংলা পদ্যানুবাদ করা। সময় ও জ্ঞানের অভাবে এতদিন তা করে উঠতে পারিনি। বহু বৎসরের সাধনার পর খোদার অনুগ্রহে অন্তত পড়ে বুঝবার মতো আরবী-ফারসি ভাষা আয়ত্ত করতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি।'' এরই পরিপ্রেক্ষিতে ১৯৩৩ সালে তিনি প্রকাশ করেন 'কাব্য আমপারা'। এতে মাত্র ৩৮টি সূরার পদ্যানুবাদ করেন তিনি।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১২ রাত ১১:৫৭