বিষণ্ণতার জোস্না
"ওহে শুনছো !!
"মায়াভরা মুখখানি" কত শতাব্দী দেখিনু তোর ?
তোমা রূপহেরি "আঁখি ঝুরিয়া" আজো রাত্রী হয় ভোর !
তব অঙ্গের সৌরভ হেরি আজো বাঁচি,
"ক্লান্তদেহ, বিষণ্ণমন, কষ্টের স্মৃতি"বুকে বেশ আছি !
- আজো উৎফুল্লিত কেন মোর হিয়া ?
অচেনা ভীড়ের মাঝে সারাক্ষন ডুব সাঁতার,
বিষন্ন এক বিকেলবেলা,
ক্লান্তিহীন সেই পথ চলা... বাকিটুকু পড়ুন