মিশরের সিনাই উপত্যকায়, লোহিত সাগরের তীরে বিনোদন আর পর্যটনের নগরী শার্ম এল শেখ। দেশের মূল ভূ-ভাগ এবং মূল সংস্কৃতি থেকে একেবারেই বিচ্ছিন্ন করে শুধুমত্র পর্যটকদের বিনোদনের জন্যই তৈরী করা হয়েছে এই নগরী। সিনাই উপত্যকায় যেখানে লোহীত সাগর বিভক্ত হয়ে V আকৃতি নিয়েছে, সেখানেই এ শহরটির অবস্থান। লোহীত সাগরকে এখানে নদীর মতোই মনে হয়, এক দিকে যা গিয়েছে সুয়েজ হয়ে পোর্ট সাইদ আর অন্য দিকে আকাবা বন্দরে।
লোহীত সাগরের জীব-বৈচিত্র, ঐতিহাসিক সিনাই, এখানকার উষ্ণ জলবায়ু এর শার্মের অসামান্য বিনোদন অবকাঠামো সারা বছর পর্যটকদের টানে। ২০৬ টি হোটেল আর রিসোর্টে রয়েছে বিনোদনের সবরকম ব্যবস্থা। রয়েছে আকর্যনীয় বিচ, ডেজার্ট সাফারী, স্কুবা ডাইভিং এবং বোটিং সহ আরও অনেক রকম এডভেঞ্চারের ব্যবস্থা।
আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম, হয়তো ভালো লাগবে আপনাদের।
সাগরের অপর পাড়ে সৌদিআরবের পাহাড়ঃ
সিনাই পাহাড়ঃ
বিচঃ
রিসোর্টঃ
লোহীত সাগরের জীব-বৈচিত্রঃ
রাতের (রাত ২ টা) বেলা নামা বে (শহরের মূল আকর্যনীয় এলাকা)
মসজিদ এবং গির্জাঃ
সিনাই ক্যাসিনোঃ
গত ঈদের দিনটা কাটলো শার্ম এল শেখ এর কোন একটা বিচে শুয়ে বসে। আনেক কিছু লিখার ছিলো, কিন্তু আফিসের সময় চুরি করে খুব বেশি এগুনো গেলো না। পরে আপডেট করার ইচ্ছা রইলো।
পুরাতন ব্লগঃ
আবারও ইতালী - এবারের শহর ফ্লোরেন্স এবং পিসা। কিছু ছবি ১৮+ Click This Link
পম্পেই থেকে ভিসুভিয়াস - কিছু ছবি, কিছু স্মৃতি Click This Link
ঐতিহাসিক শহর রোম - অল্প কয়েকটা দিনে যেমনটা দেখেছি। সাথে কিছু ছবি থাকছে বোনাস হিসাবে। Click This Link
মন ভালো করা কিছু ছবি - ক্যামেরার চোখে কায়রো Click This Link
মজার ছবি - জিব্রাল্টার এয়ার পোর্ট(???) Click This Link
ছবিতে প্যারিস Click This Link