নীল নদ হচ্ছে কায়রো শহরের প্রান। নীলকে ঘিরেই এ শহরের ব্যবসা বানিজ্য, বিনোদনসহ প্রায় সবকিছু। নীলের ধারে ভাসমান রেস্তোঁরাগুলোতে সারা রাত ধরে চলে আড্ডা আর গান বাজনা। কেউবা রাত ১২-১টার সময় পরিবার পরিজন বা বন্ধুদের নিয়ে বের হয় নীলের ধারে বেড়ানোর জন্য। তাই রাত ৩-৪টার দিকে ট্রাফিক জ্যামে পরলে অবাক হবার কিছু নেই। নিরাপত্তার কথা বিবেচনা করলে, বলবো এতো চমৎকার শহর আর দ্বিতীয়টি দেখিনি। রাত ৩-৪টার দিকে নদীর ধারে শিশু, বৃদ্ধ, তরুন, তরুনীদের আড্ডা আর হই-হুল্লোর দেখলে বুঝাই যায় নিরাপত্তাহীনতা বলে কোন শব্দ কায়রো বাসীর জানা নাই।
পুরাতন ছবি ঘাঁটতে গিয়ে দেখলাম কায়রোর জীবনযাত্রা তুলে ধরার মতো তেমন কোন ছবি আমার কাছে নাই। উপরের বর্ননাটুকু তাই শুধুই আমার স্মৃতি। তারপরও কায়রোর কিছু ছবি দিলাম। রাতের বেলার আলো ঝলমলে কায়রোর ছবিগুলো অবশ্য আমার সাধারন মানের ক্যামেরাতে ভালো আসেনি। তাই কিছু ছবি দিলাম ধার করে (জানি না কার তোলা, এক মিশরীয় বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম), অল্প কিছু আমার ক্যামেরায় তোলা। ছবি যারই তোলা হোক, আপনাদের ভালো লাগতে পারে ভেবে শেয়ার করলামঃ
১. স্ফিংস এবং পিরামিডঃ
২. স্ফিংস এবং পিরামিডঃ
৩. কাছে থেকে পিরামিডঃ
৪. রাতের বেলা নীল নদঃ
৫. রাতের বেলা নীল নদ এবং কায়রো টাওয়ারঃ
৬. কায়রো টাওয়ার এবং নীল নদঃ
৭. সিটাডেলঃ
৮. নীলের পাড়ে পাঁচতারা হোটেলঃ
৯. মেঘলা দিনে কায়রোঃ
১০. টিভি ভবনঃ
১১. আমার ঘরের জানালা থেকে কায়রোঃ
১২. নীলের বুকে ভাসমান রেস্তোঁরাঃ
২, ৩ এবং ১১ নং ছবি আমার নিজের তোলা
ছবিতে প্যারিসঃ Click This Link
মজার ছবি - জিব্রাল্টার এয়ার পোর্ট(???)ঃ Click This Link