এক বালক একদিন এক ফোন ফ্যাক্সের দোকানে গিয়ে একটি নাম্বরে ফোন দিল। দোকানদার ছেলেটির কথপোকথন গভীর মনোযোগের সাথে শুনল।
ছেলে : ম্যাডাম, আমি কি আপনার বাগানের মালির চাকরিটি পেতে পারি।
মহিলা (ফোনের অপর প্রান্ত হতে): আমার অলরেডী একজন মালি রয়েছে।
ছেলে : ম্যাডাম, আমি তার চেয়ে অর্ধেক বেতনে কাজটি করে দিব।
মহিলাঃ যে লোকটি এখন আমার এখানে কাজ করছে আমি তার উপর সন্তুষ্ট।
ছেলেটি আরো দৃঢ়তার সাথে বলল : ম্যাডাম, আমি এর সাথে আপনার ঘর পরিস্কারসহ অন্যান্য কাজও করে দেব। আগামী রবিবার আপনি আমার প্রাথমিক পরীক্ষা নিতে পারেন।
মহিলাঃ না! ধন্যবাদ, তার দরকার নেই।
ছেলেটি মুচকি হেসে রিসিভারটি নামিয়ে রাখল। দোকানদার যে এতক্ষন এই কথপোকথন গভীর আগ্রহ ও মনোযোগের সাথে শুনছিল সে ছেলেটির দিকে এগিয়ে এসে বললঃ বেটা! আমি তোমার আচরন আমি লক্ষ্য করেছি, তোমাকে কি আমি কোন চাকরির ব্যবস্থা করে দিব।
ছেলেঃ ধন্যবাদ আঙ্কেল, তার দরকার নেই।
দোকানদারঃ কিন্তু, তুমি যে একটু আগেই চাকরির জন্য মহিলার কাছে আবেদন করলে।
ছেলেটি মুচকি হেসে জবাব দিলঃ আমি আমার বর্তমান চাকরিতে আমার যোগ্যতা-টা যাচাই করলাম মাত্র। যে লোকটির কথা মহিলা বলল সে আমিই।
(একটি ইংরেজী গল্প হতে অনুদিত)
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৭