নগ্ন উরু প্রদর্শনীর জাদুতে বাড়েনি অগ্রগতি
দাড়ি-গোফ কামিয়ে আসেনি উন্নতি।
ধর্মহীনতায় পায়নি তারা এই সাফল্য
ইংরেজী অক্ষরেও নেই কোন যাদু মন্ত্র।
পশ্চিমা উন্নতি এসেছে কেবল তাদের জ্ঞান-বিদ্যায়
আজ তারা মহাধনী মোদের ছেড়ে দেয়া পেশায়।
শার্ট-প্যান্ট-টাই পরার নাম নয় প্রগতি
দাড়ি-টুপি-পাগড়ি নয় জ্ঞান-বিজ্ঞানের বিরোধী।