হে মোর দুর্ভাগা দেশ খন্ডিত স্বদেশ, আমার পূণ্য জন্মভূমি
জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী, মাগো আমার প্রণতি
মা মাগো তোমার পাদতলে আমার বেহেস্ত, আমাদের শতাধিক
অপরাধ ক্ষমা করো দেবী--পরাধীন ভারতের স্বাধীনতার সহস্র
সংগ্রামী সাহসী সৈনিক আত্মদান, অমর শহীদদের আত্মদানে
বলিয়ান করে দেশপ্রেমের উদ্বুদ্ধ করেছিলেন তিনি সারা ভারতের
পশ্চিমবঙ্গ রাজ্যের ও বাংলাদেশের জাতীয় কবি আজ কুমিল্লার
টাউন হলে কবি কাজী নজরুল ইসলাম 116 তম জন্ম জয়ন্তী আজ
পালিত হচ্ছে।
" আমি বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হবো যবে উৎপীড়িতের খর্গ কৃপাণ ভীম রুমে রহিবে না। "
আমি আমার হৃদয়ের অকৃপণ ভালোবাসা, প্রাণ ঢালা শুভেচ্ছা বহন করে এই বাংলাদেশকে ভালোবেসে, কোলকাতা থেকে কুষ্টিয়া টেগোটের লজ, শিলাইদহে ও শাহাজাদা পরে রবীন্দ্রনাথে স্মৃতি বিজড়িত কুটি বাড়ি গুলি দর্শন করলাম। কনক চৌধুরী মহাশয় আগামী নভেম্বরে মাসে লালন সাঁই জীরর মাজারে শ্রদ্ধা জানাই। " ভাগ হয়ে গেছে পদ্মা যমুনা, মেঘনা,
ভাগ হয় নাই ঊর্ধ্বে আকাশ, বাতাস, রবীন্দ্রনাথ তোমার আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম।
আসমুদ্র ভারতের চূরলিয়া ---মহান হিমালয়ের পর্বতে চূড়ায়
আজ প্রতিধ্বনি ওঠে ---" কাণ্ডারী হুশিয়ার " !
আজ এই শুভ কবির জন্মদিনে প্রার্থনা করি হে মহান মানব প্রেমিক কবি, তোমার সে আশীষ বাণী, " ডুবিয়ে মানুষ--কে শুধায় ওরা হিন্দু না মুসলিম ?