সাদা কুয়াশায় ঢেকে গেছে গাছ,
গাছের পাতায় শিশির কনা
কুয়াশার আজ নড়তে মানা
ঊষ্ণ হাওয়া হয়েছে নাশ ।
কোন কালে হায় ফুটেছিল এমন সাদা ফুল,
তীব্র শীতে ঝরে পরা পাতা,
জমেছে বনে দিয়েছে ছাতা,
অসহায় কীটেরে যার নাই কুল।
হায়, কে বা করেছিল ভুল,
এই জীবনে,
এক টি বিবর্ন শুষ্ক পাতাকে জড়িয়ে দেখেছিল ক্ষনে ক্ষনে,
হায়, হৃদয় হারিয়ে......
এমন সাদা ফুল।
হায়, কে করেছিল ভুল
এক টি শুষ্ক গোলাপ চুমি, বিষন্ন প্রভাতে,
নিয়েছে তারে হাতে, তারপর দিয়েছে ফেলে,
নিয়েছে ভূমি, ছিড়েছে ফুল,
হায় কে করেছিল ভুল।
কপিরাইটঃ আবু মোহাম্মদ রইসউদ্দিন, ২০০৬