সাম্প্রতিক সময়ে ইভ টিজিং এর ঘটনা চরম ভাবে বেড়ে গেছে। বখে যাওয়া ছেলেদের অধিকাংশই কম বয়সী। কথা হল বখে যাওয়ার কারণ কি? আমার মতেঃ
১। এই ছেলে গুলো না পেয়েছে মায়ের আদর না পেয়েছে শাসন। অথবা অনেক বেশি আদর বা শাসন পেয়েছে।
২। এরা এমন পরিবেশে বড় হয়েছে যেখানে একটা মেয়েকে মানুষ হিসেবে না দেখে, শুধু মেয়ে সত্তা হিসেবে দেখা হয়।
৩। বিকৃত মানসিক বিকাশ।
প্রতিকার হিসাবে এই ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারেঃ
১। বয়েজ স্কুল/কলেজ এবং গার্লস স্কুল/কলেজ এর পরিবর্তে শুধু কম্বাইন্ড স্কুল কলেজ গুলো থাকবে যাতে মানসিকতার বিকৃতি না ঘটে। বয়েজ স্কুল/কলেজ বা গার্লস স্কুল/কলেজের কারনে যেটা হচ্ছে সেটা হল একটা ছেলে বা একটা মেয়ে পরষ্পরের সাথে স্বাভাবিক ভাবে মিশতে পারে না। ফলে সব সময় মানসিক বিকাশ ঠিক মত হয়না। আর বয়ঃসন্ধির সময় সব স্বাভাবিক ছেলের ই মেয়েদের উপর আকর্ষন বাড়ে। এখন যে ছেলে একটা মেয়ে কে একটা নারী মাংশ-পিন্ড হিসেবে দেখে, সে তো উলটা পালটা আচরণ করবেই। তাই ছেলে মেয়েরা পরস্পর কে যেন সম্মান করে সে জন্য তাদের একই ক্যাম্পাসে পড়াশুনা করা উচিৎ।
২। পারিবারিক শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। একজন মা অবশ্যই পারেন তার সন্তান কে সঠিক শিক্ষায় (পুথি গত শিক্ষা নয়) শিক্ষিত করতে।
এটা শুধুই আমার চিন্তাধারা। আপ্নারা কি বলেন। আমার কোন ভুল ধরায়ে দিলে কৃতজ্ঞ হইব।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৩৮