তোমার বসন্ত দিনে না হলাম পিক
হে হেমন্তের মিষ্টি গন্ধ, অচেনা বায়
ডাকি তোমায় প্রিয়, শ্যামল কর দিক।
কালপুরুষেরে দেখ, ক্রোধে জ্বলে বায়ু,
সহস্র কালে নিভে আলো, কমেছে আয়ু
চন্দ্রালোকে অশ্রুজল করে ঝিকমিক
তবু তুমি এলেনা হে ডুবন্ত মিহির,
দেখলেনা তুমি ঐ শূন্য নদীর তীর।
চলে গেলে ঐ সন্ধ্যাতারার পিছে পিছে
মাঝে মাঝে মনে হয় সবই কি মিছে
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:২৭