আছি তব দূরে এই পর দেশে পড়ে,
আপন ভূমি ছাড়িয়া বিদেশ বিভ্রমে।
অচেনা নীল আকাশ পাখির সম্ভ্রমে
চেনা মুখ খুঁজে ফিরি, অচেনার ভিড়ে ।
সুখের নেশায় তব সব কিছু ছেড়ে
আছি মাগো দুঃখে নীল তারাদের ক্রমে।
নিরুদ দুই নয়নে লোনা জল জমে
পাহাড়ি নদীর মত ঝর্ণা হয়ে ঝরে।
কাল আকাশের পানে চেয়ে থাকি রাতে
ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে নিদ্রাহীন চোখে।
জন্মভূমি আছ তুমি, অন্তরেতে গেঁথে,
পোড়া মন কাঁদে শুধু তোমারই হিতে ।
চাতক পাখির কাছে মেঘো প্রেম শিখে
মিশে যাব ধূলো হয়ে বাঙলার পথে।
২৭/১২/২০১৬ ইং
টোলামোর, আয়ারল্যান্ড
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২০