নিশীথ নির্জনে কাঁদে একাকি এ মন,
কার নিমিত্তে পাগল বাঁকা দু নয়ন
না পায় দেখা তাহার পথ, ঘাট, বন,
প্রতীক্ষার প্রহরেতে কালের চলন ।
ভরা পূর্ণিমা রাতের জ্যোৎস্নার জোয়ারে ।
দেয় এসে হানা কাল মেঘের কেশর ।
উজানে উত্তাল বয়ে যায় হাওয়ারে ,
কাশ ফুল দিয়ে সাজে আজানা বাসর ।
সংশয়ের ঝঞ্ঝা বহে অশান্ত হিয়াতে
কাশ ফুলের বাসরে পাব কি তাহারে?
ঝড়ো হাওয়ারা খেলে অশান্ত খেয়াতে।
ভাসাবো কেমনে তরী এ ঝড়ে আহারে ।
নাই পাল নাই হাল তবু বাই তরী
তোমারে খুঁজিয়া আমি হন্ন হয়ে মরি ।
টোলামোর, আয়ারল্যান্ড
১৪/১০/২০১৩ইং
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪